২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষার ফলাফল আজ রোববার প্রকাশ করা হবে। ২০২৪ সালের ১১টি শিক্ষা বোর্ডের অধীন এ বছর ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। আপনারা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছেন বা যারা অভিভাবক রয়েছেন এসএসসি রেজাল্ট দেখতে চাচ্ছেন তারা শিক্ষা বোর্ডের আওতাধীন এসএসসি রেজাল্ট দেখার http://www.educationboardresults.gov.bd/ এই লিংকে মাধ্যমে আপনি আপনার এসএসসি রেজাল্ট এবং মার্কশিট সহ দেখতে পাবেন।
এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
আপনারা যারা এসেছি রেজাল্ট দেখতে চান তারা অবশ্যই জানতে চান কিভাবে আপনি আপনার এসএসসি রেজাল্ট দেখবেন এসএসসি রেজাল্ট সাধারণত দুইভাগে দেখা যায় একটি মোবাইলে এসএমএসের মাধ্যমে আরেকটি অনলাইনে google এ সার্চ দেয়ার মাধ্যমে শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি গিয়ে আপনার এসএসসি রেজাল্ট দেখতে পারবেন আপনাকে সর্বপ্রথম গুগল এগিয়ে এসএসসি রেজাল্ট দিতে হবে অথবা এই লিংক http://www.educationboardresults.gov.bd/ মাধ্যমেও আপনি আপনার কালকে তো রেজাল্ট টি দেখতে পাবেন তাই আর দেরি না করে এখনই আপনি আপনার এসএসসি রেজাল্টটি দেখে নিন।
এসএসসি মার্কশিট দেখার নিয়ম
আপনারা যারা এসএসসি রেজাল্ট মার্কসহ পেতে চান তারা অতি দ্রুতই এই লিংকের মাধ্যমে আপনার কাঙ্খিত রেজাল্ট ও মার্কশিট একসাথে পেতে পারেন তাই আর দেরি না করে এই লিংকের মাধ্যমে আপনারা আপনার রেজাল্ট সহ মার্কশিট দেখে নিন।
প্রতিটি বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট প্রকাশ করা হয়ে থাকে। তবে, রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে আপনি মার্কশিট সহ এসব ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করতে পারবেন না। নিচে প্রতিটি শিক্ষা বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটের লিংক শেয়ার করা হয়েছে।
- http://www.rajshahieducationboard.gov.bd/
- https://www.mymensingheducationboard.gov.bd/
- http://www.barisalboard.gov.bd/
- https://bise-ctg.portal.gov.bd/
- http://www.bmeb.gov.bd/
- https://www.dhakaeducationboard.gov.bd/
- https://educationboard.sylhet.gov.bd/
- https://comillaboard.portal.gov.bd/
- https://www.jessoreboard.gov.bd/
- http://www.dinajpureducationboard.gov.bd/
প্রতিটি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পর আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার ও পরীক্ষার সাল দিয়ে মার্কশিট সহ রেজাল্ট চেক করতে পারবেন।
এসএসসি রেজাল্ট দেখার লিংক http://www.educationboardresults.gov.bd/
বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের প্রথম ৩টি অক্ষর
Education Board Name | First 3 Word | Education Board Name | First 3 Word |
Barisal | BAR | Dhaka | DHA |
Comilla | COM | Rajshahi | RAJ |
Chittagong | CHI | Sylhet | SYL |
Dinajpur | DIN | Jessore | JES |
এসএমএস এ রেজাল্ট দেখার নিয়মঃ SSC <স্পেস> Board <স্পেস> Roll <স্পেস> 2024 and পাঠিয়ে দিন, 16222 নাম্বারে।
উদাহরনঃ SSC JES 23456 2024 লিখে Send to করুন 16222 নাম্বরে।
আরো পড়ুন: ইসলামী ব্যাংক হাসপাতাল ডাক্তার রোগী দেখার সময়সূচী (রাজশাহী)
সুপ্রিয় দর্শক আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের দেশের সকলের এই নাগরিক অধিকার রয়েছে এবং এদেশের প্রতি বিশেষ কিছু দায়িত্ব রয়েছে। আর প্রত্যেকটি নাগরিকের প্রয়োজন হয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য যেগুলোর মাধ্যমে মানুষ চাকুরী ব্যবসা বা সম্পত্তি সংক্রান্ত সকল তথ্য প্রয়োজন হয় আমি আপনাদের কাছে উপস্থাপন করব।