জিপিএফ হিসাব দেখার নিয়ম এবং প্রয়োজনীয় কাগজপত্র

জিপিএফ একটি লাভজনক ব্যবস্থা বা প্রক্রিয়া। সরকারী চাকরিজীবি দের জন্য তাদের ভবিষ্যতের কথা ভেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে জিপিএফ এর ব্যবস্থা করা হয় ।এই ব্যবস্থায় সরকারী চাকরিজীবিদের প্রতি মাসের বেতন থেকে ৫% থেকে ২৫% পর্যন্ত কেটে রেখে দেওয়া হয় আর পরবর্তীতে তার সাথে একটা নির্দিষ্ট সুদ জমা হয়। সরকারী চাকরীজিবীদের জন্য এটা একটা লাভজনক ব্যবস্থা।জিপিএফ একাউন্টের হিসাব সবসময় অনলাইনে বা অফলাইনে দেখা যায়।তবে অনেকেই জানে না জিপিএফ হিসাব দেখার নিয়ম সমূহ। তাই আজকে এই কন্টেন্টের মাধ্যমে দেখাবো যে কিভাবে জিপিএফ হিসাব দেখা যায়।জিপিএফ হিসাব চেক করার  মাধ্যমে আর্থিক অবস্থান সম্পর্কে সবসময় আপডেট থাকা যায়।সরকারী কর্মচারীদের জন্য এটা একটি বাধতামূলক সঞ্চয় প্রক্রিয়া।

জিপিএফ কী 

জিপিএফ(GPF) এর পূর্ণরুপ হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড(General Provident Fund).  জিপিএফ হলো সরকারী চাকরীজিবীদের জন্য একটি ভবিষ্যৎ সঞ্চয় বা তহবিল।এটি দীর্ঘমেয়াদী সঞ্চয়।একজন সরকারী চাকরিজীবি কর্মরত অবস্থায় যে বেতন পায় তার থেকে কিছু অংশ কেটে একটা তহবিল বা ফান্ডে জমা রাখা হয়।জমাকৃত টাকার উপর সরকার একটা সুদ দেয় যার জন্য টাকা শুধু জমেই না বরং বাড়েও।পরবর্তীতে চাকরি থেকে অবসর নেওয়ার পর সুদ সহ জমাকৃত টাকা একসাথে পায়। এক কথায় জিপিএফ হলো কর্মরত অবস্থায় তাদের বেতন থেকে ৫% থেকে ২৫% কেটে রাখা হয় পরবর্তীতে তার সাথে সুদ সহ একটা অর্থ প্রদান করা হয়।

জিপিএফ হিসাব দেখার জন্য কি কি  প্রয়োজন

জিপিএফ হচ্ছে সরকারী চাকরীজিবীদের অনেক বছরের পরিশ্রমের ফল।তাই জিপিএফ হিসাব মাঝে মধ্যে দেখা উচিত।কিন্ত অনেকেই জিপিএফ হিসাব দেখার নিয়ম জানে না বা জিপিএফ হিসাব দেখার জন্য কি কি প্রয়োজন সেটা জানে না । জিপিএফ দেখার জন্য কিছু তথ্য বা কাগজপত্র প্রয়োজন হয় ।

১। জিপিএফ একাউন্ট নাম্বারঃ কর্মের শুরুতেই একটা জিপিএফ নাম্বার দেওয়া হয় সেটাই জিপিএফ একাউন্ট নাম্বার।এই জিপিএফ একাউন্ট নাম্বার ছাড়া কোন তথ্য পাওয়া সম্ভব না।যাকে যে নাম্বার দেওয়া হবে সেটা শুধুই তার জন্যই বরাদ্দ।

২।জাতীয় পরিচয় পত্র (NID) ঃ জিপিএফ দেখার জন্য জাতীয় পরিচয় পত্রের নম্বর প্রয়োজন হতে পারে। অনলাইনে দেখলে এই নাম্বার প্রয়োজন পরে।

৩। অফিসিয়াল সাইটে অ্যাক্সেসঃ অনলাইনে জিপিএফ হিসাব দেখার জন্য এটা প্রয়োজন পরে। জিপিএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হতে পারে। মোবাইল নম্বর,একাউন্ট নম্বর,ওটিপি দিয়ে এখানে লগইন বা রেজিস্ট্রেশন করতে হয় ।

৪।অফিসের হিসাব শাখার অ্যাক্সেস ঃ যে অফিসে কর্মরত থাকবে সেই অফিসের হিসাব শাখা থেকে দেখতে হবে। যারা অনলাইনে দেখতে পারে না তারা মূলত হিসাব শাখা থেকে দেখে ।

৫।মোবাইল নম্বর ঃ জিপিএফ একাউন্টের সাথে একটা মোবাইল নম্বর সংযুক্ত করা হয়। অনলাইনে জিপিএফ হিসাব দেখার সময় এই নম্বরেই ওটিপি কোড পাঠায়।

আরো পড়ুন: পাসপোর্ট তৈরি করার নিয়ম

অনলাইন জিপিএফ হিসাব

জিপিএফ(জেনারেল প্রভিডেন্ট ফান্ড) হচ্ছে সরকারী চকরীজিবীদের একটা সঞ্চয় তহবিল।যা সুন্দর ভবিষ্যত নিশ্চিত করে। তাই জিপিএফ হিসাব দেখে আর্থিক অবস্থান সম্পর্কে সবসময় আপডেট থাকা দায়িত্ব।

বর্তমানে তথ্য প্রযুক্তির উন্নতির ফলে অনলাইনেই জিপিএফ হিসাব দেখা যায়।অফিসে ঘুরাঘুরি না করে,হয়রানি না হয়ে সহজেই অনালাইনেই জিপিএফ হিসাব দেখা যায়। কয়েকটি ধাপ সম্পন্ন করে জিপিএফ হিসাব দেখা যায় ।

১।প্রথমেই একটা কম্পিউটার বা মোবাইলের ইন্টারনেট সংযোগ অন করে ব্রাইজার ওপেন করে GPF balance check লিখে সার্চ করতে হবে তারপর প্রথমেই একটা সরকারি অফিসিয়াল ওয়েবসাইট আসবে সেখানে প্রবেশ করতে হবে। কিংবা সরাসরি ব্রাইজারে https://www.cafopfm.gov.bd/ লিখে সার্চ করতে পারি এবং সেখানে প্রবেশ করতে পারি। 

২। ওয়েবসাইটে একটু নিচের দিকে স্ক্রল করলে GPF Information লেখা একটা মেনু আছে। ওখানে click here নামে একটা বাটন আছে সেটার উপরে ক্লিক করতে হবে ।তাহলে পরবর্তীতে ধাপে যাবে।

৩।তারপর সেখানে একটা বক্স আসবে তার মধ্যে কয়েকটা তথ্য দিতে হবে।ওখানে NID বা Smart ID এবং মোবাইল নাম্বার দেওয়া লাগবে। ভালোভাবে এই তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করতে হবে।

৪।যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছিলো সেটা তে একটা OTP কোড পাঠানো হবে।OTP বসানোর পরে সাবমিট বাটনে ক্লিক করে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে।

৫। তারপর GPF ACCOUNT SLIP অপশন থেকে  Fiscal Year সিলেক্ট করে GO বাটনে ক্লিক করতে হবে।তাহলে স্ক্রিনে জিপিএফ ব্যালেন্স প্রদর্শিত হবে।

৬। কোনায় একটা ডাউনলোড বাটন আছে সেখানে ক্লিক করলে ব্যালেন্সের সকল ডিটেইলস ডাউনলোড হবে।

এভাবে মাত্র কয়েকটি ধাপ পার করে সহজেই জিপিএফ হিসাব দেখে নেওয়া যায়।

মোবাইল অ্যাপের মাধ্যমে জিপিএফ হিসাব দেখার নিয়ম

সম্মানিত পেনশনারগণ পেনশনার ভেরিফিকেশন অ্যাপের মাধ্যমে লাইফ ভেরিফিকেশন করতে পারবেন।এখন থেকে বাসায় বসেই অনলাইনে লাইফ ভেরিফিকেশন অনলাইনে লাইফ ভেরিফিকেশন করার নিয়ম

*** প্রথমে আপনার হাতে থাকা এনড্রয়েড ফোন থেকে গুগুল প্লে-স্টোর থেকে Pensioner Verification Trial এপস্ টি ইনস্টল করুন।

*** ইনস্টল করার পর এপস্ টি ওপেন করার পর নিম্নের পেজটি আসবে।

*** উক্ত পেজ এ আপনার এনআইডি ১০/১৭ ডিজিট লিখুন

 

*** আপনার ফোনে আসা মেসেজ / পিপিও বহি থেকে ১০ ডিজিটের ইপিপিও নাম্বার দিন।

*** নিম্নের স্কিনের মত লাইফ ভেরিফিকেশন এ ক্লিক করুন।

*** নিম্নের ধাপ অনুসরণ করুন

*** পেনশনার এর ২বার ছবি তুলুন।

*** লাইফ ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে লেখা আসবে।

 

*** লাইফ ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে লেখা আসবে।

*** আপনার লাইফ ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে কিনা তা যাচাই করতে ভেরিফিকেশন’ হিস্ট্রি ক্লিক করুন।

*** ভেরিফিকেশন হিস্ট্রি থেকে আপনার বিগত তিন বছরের ভেরিফিকেশনের হিস্ট্রি দেখতে পারবেন।

 

জিপিএফ হিসাব দেখার নিয়ম অফলাইনে 

অনেক সময় তথ্য আপডেট না হওয়ার জন্য বা একাউন্টের কিছু সমস্যার জন্য অনলাইনে নিজে নিজে জিপিএফ হিসাব দেখা যায়না। সেক্ষেত্রে অফলাইনে দেখার প্রয়োজন পরে। অফলাইনে জিপিএফ হুসাব দেখার আলাআ নিয়ম আছে ।

১।নিজ অফিসের হিসাব শাখায় (Account Section) যোগাযোগ করতে হবে।

২।একটা আবেদন পত্র বা চিঠি দিতে হবে অফিসে। 

৩।অফলাইনে হিসাব চেক করার জন্য কিছু তথ্য বা কাগজ পত্র অফিসে জমা দেওয়া লাগবে।যেমন নাম, পদ, মোবাইল নম্বর, জাতীয় পরিচয় পত্র(NID Card), কর্মচারী আইডি নম্বর,    জিপিএফ একাউন্ট নম্বর। 

জিপিএফ আবেদন ফরম

সাধারণ ভবিষ্য তহবিলে (জিপিএফ) হিসাব খোলার আবেদন ফরম:

Leave a Comment