আপনার হাতে যদি স্মার্টফোন অথবা কম্পিউটার থাকে বা আপনার যদি খতিয়ান নাম্বার জানা থাকে অথবা অন্য কোনো তথ্য জানা থাকে তাহলে খুব সহজেই আপনারা বিএস খতিয়ান এর যাবতীয় তথ্য পেয়ে যাবেন। আপনি ই-রেজিস্টার ওয়েবসাইট থেকে বিএস খতিয়ানের সমস্ত ডিটেইলস অনলাইনে দেখে নিতে পারবেন । তাই এখন আর ভূমি অফিসের যে কোন কাজ করার জন্য অথবা খতিয়ান পর্চা এ সমস্ত সার্টিফাইড নকল কফি উঠানোর জন্য ভূমি অফিসে দালাল ধরতে হবে না।
বি এস খতিয়ান অনলাইনে দেখার নিয়ম
আপনাদের প্রথমত মোবাইল ফোন একটি ব্রাউজার অপেন করতে হবে তারপর আপনি ব্রাউজারটিতে www.land.gov.bd লিখে ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন । এবং আপনারা প্রবেশ করার পর সামনে একটিঅফিশিয়াল ইন্টারফেস চলে আসবে তারপর সেই ইন্টারফেস এর উপরের দিকে যে উপর অংশটি আছে সেখানে ক্লিক করবেন ।
তারপর আপনি সামনে অটোমেটিক একটি সার্চ করার জন্য সার্চ বক্স চলে আসবে তো আপনি এটি এমনিতেই খোঁজে নিতে পারেন বা সার্চ করে নিতে পারেন । আপনার কাছে অনেকগুলি অর্থ চলে আসবে তো আপনারা তার মধ্য থেকে যেটি খতিয়ান অনুসন্ধান করা একটি অপশন থাকবে সেই অপশনটিতে ক্লিক করবেন । আপনি অপশনটিতে ক্লিক করবেন আপনাদের সামনে সাথে আরও বিভিন্ন ধরনের অপশন চলে আসবে তো আপনারা সর্বপ্রথম আপনি যে বিভাগ সেই বিভাগটি ক্লিক করে সিলেক্ট করবেন ।
আপনি আপনার জেলা সিলেক্ট করবেন ও খতিয়ানের মৌজার নাম সিলেক্ট করে ফাঁকা ঘরে উল্লেখিত করবেন । কোন সংখ্যা আপনাদের অবশ্যই ফাঁকা ঘরে সম্পূর্ণ তুলে বসাতে হবে অথবা কোন সংখ্যার যোগফল সেই যোগফল সেখানে স্থাপন করতে হবে এবং আপনারা সর্বপ্রথম এই ফাঁকে ঘরে সেই তথ্য গুলি উল্লেখ করবেন ।
আপনি বেশ কয়েকটি উপায়ে বি এস খতিয়ান বের করতে পারবেন বিএস খতিয়ান বের করার জন্য আপনারা আপনাদের অরিজিনাল খতিয়ান নম্বর গুলি বসিয়ে সম্পূর্ণ তথ্যগুলো বের করতে পারবেন। আবারো আপনারা আপনার জমির দাগ নম্বর বসিয়ে বিএস খতিয়ান বের করতে পারবেন এছাড়াও পিতা বা স্বামীর নাম বিশেষভাবে উল্লেখ করে বিএস খতিয়ান নাম্বার বের করতে পারবেন । তাছাড়া আপনি মালিকানার নাম উল্লেখ করে আপনার যে বিএস খতিয়ান সেটি খুব সহজেই বের করতে পারবেন ।
আপনি যদি সকল তথ্য যখন সঠিকভাবে সঠিক স্থানে বসিয়ে সার্চ করতে সক্ষম হবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার সামনে আপনার বিএস খতিয়ান এর সকল তথ্য দৃশ্যমান হয়েছে।আপনি সেখান থেকে আপনার বিএস খতিয়ান এর সকল তথ্য তদারকি করতে পারেন এবং দেখে নিতে পারেন।
যারা এই বিএস খতিয়ান এর একটি কপি সংগ্রহ করতে চান তারা সেখান থেকে আবেদন করতে পারেন এবং আবেদনের মাধ্যমে সরাসরি ভূমি অফিস অথবা ডাকযোগে আপনার বাসা থেকে আপনি আপনার বিএস খতিয়ান সংগ্রহ করতে পারবেন। এটি খুবই সহজ একটি পদ্ধতি অনলাইনের মাধ্যমে বিএস খতিয়ান দেখা এবং সেটি সংগ্রহ করা।
এস খতিয়ান, আর এস খতিয়ান ডাউনলোড
**ই পর্চা লিখে গুগল করে প্রথম লিংকে ক্লিক করুন অথবা সরাসরি এই eporcha.gov.bd/khatian লিংকে ভিজিট করুন।
**বিভাগ, জেলা, খতিয়ানের ধরন (সিএস বা অন্য যে কোনটি সিলেক্ট করুন), উপজেলা, মৌজা সিলেক্ট করুন।
**খতিয়ান, দাগ, মালিকের নাম বা পিতা/স্বামীর নাম এর যেকোন একটি সিলেক্ট করুন।
খতিয়ান নম্বর দিন (এখানে দাগ নম্বরও দিয়েও খুজতে পারেন)
**ক্যাপচা এন্ট্রি করুন। অনুসন্ধান করুন ক্লিক করুন।
**আবেদন করুন ক্লিক করুন
**অনলাইন কপি সিলেক্ট করুন
**জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর দিয়ে যাচাই করুন ক্লিক করুন।
ইমেইল ও ক্যাপচা লিখুন
**পরবর্তী ধাপ সিলেক্ট করলেই আপনি অনলাইন কপি দেখতে পাবেন এবং সেটি ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবে।
**এটিতে জলছাপ দেওয়া থাকে তাই এটি কোনভাবে দাপ্তরিক কাজে গ্রহণযোগ্য হবে না। তবে আপনি তথ্যগুলো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এবং তথ্য নিশ্চিত হয়ে সার্টিফাইড কপি’র জন্য অন্যলাইনে আবেদন করতে পারবেন।
মোবাইলে খতিয়ান চেক করবো কীভাবে
গুগল প্লে স্টোর থেকে eKhatian অ্যাপ ইন্সটল করে কিংবা eporcha.gov.bd ওয়েবসাইট ভিজিট করে বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরণ, মৌজা এবং খতিয়ান নং/দাগ নাম্বার/নাম দিয়ে সহজেই বি আর এস খতিয়ান যাচাই করতে পারবেন।
আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে বি এস খতিয়ান অনলাইনে দেখার নিয়ম জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের আর্টিকেলে সে সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আপনি জমির দলিল বের করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই পৌষ্টের মাধ্যমে…..

সুপ্রিয় দর্শক আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের দেশের সকলের এই নাগরিক অধিকার রয়েছে এবং এদেশের প্রতি বিশেষ কিছু দায়িত্ব রয়েছে। আর প্রত্যেকটি নাগরিকের প্রয়োজন হয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য যেগুলোর মাধ্যমে মানুষ চাকুরী ব্যবসা বা সম্পত্তি সংক্রান্ত সকল তথ্য প্রয়োজন হয় আমি আপনাদের কাছে উপস্থাপন করব।