আমাদের পড়াশোনা বা চাকরি বিষয় যে কোন বিষয়ে দরখাস্ত লেখা অনিবার্য কারণ আপনি যদি চাকরি থেকে ছুটি নিতে চান তাহলে আপনাকে চাকরির ছুটির দরখাস্ত লিখতে হবে আবার স্কুলে যদি অধ্যানরত থাকেন স্কুল থেকে ছুটি নিতে হলেও আপনাকে স্কুলের ছুটির দরখাস্ত লেখা লাগবে। আমরা অনেকেই জানিনা যে কিভাবে ছুটির দরখাস্ত লিখতে হয় হয়তোবা সেটা চাকরি বা দরখাস্ত জীবনে একটা কিছু। তাই আমাদের আজকে আপনাদের মাঝে কিভাবে ছুটির দরখাস্ত বা আবেদন পত্র লিখতে হয় সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং এর কিছু নমুনা নিচে দিব যাতে আপনি আপনার স্কুল কলেজ বা অফিসে ছুটির জন্য আবেদন করতে পারেন।
আরো পড়ুন: জন্ম নিবন্ধন সংশোধন আবেদন এবং ডাউনলোড করার নিয়ম (২০২৫)
ছুটির জন্য দরখাস্ত বা আবেদন নিয়ম
স্কুল কলেজ অফিস বা যে কোন প্রতিষ্ঠানের ছুটির জন্য আবেদন পত্র আপনি কিভাবে লিখবেন এবং কি কি বিষয় তাতে উল্লেখ থাকবে তার কিছু নমুনা বা ছুটির আবেদন বা দরখাস্ত নিচে দেয়া হল-
- স্কুলে বোনের বিবাহ বা অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদন।
- স্কুলে অসুস্থ বা অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদন।
- নৈমিত্তিক ছুটির জন্য আবেদন পত্র।
- অসুস্থতার কারণে অফিস থেকে ছুটির জন্য আবেদন।
- অনুপস্থিতি কারণে অফিস থেকে ছুটির জন্য আবেদন।
১. স্কুলে বোনের বিবাহ বা অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদন।
তারিখ ০১/০২/২০২৪ ইং
বরারব
প্রধান শিক্ষক
দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
দুর্গাপুর, রাজশাহী
বিষয়: অগ্রীম ছুটির জন্য আদেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে , আমি আপানার বিদ্যালয়ের নবম শ্রেনীর একজন নিয়মিত ছাত্র। আগামী ০১/০১/২০২৪ আমার বড় বোনের বিয়ে অনুষ্ঠিত হবে । বিয়ের আগে ও পরেপারিবারিক আনন্দ বিনোদন এবং আনুষ্ঠনিকতার অংশগ্রহনের জন্য আগামী ০১/০১/২০২৪ থেকে ০৩/০১/২০২৪ জানুয়ারি পযন্ত মোট তিন দিনের আমার ছুটি গ্রহন অত্যন্ত প্রয়োজন।
অতএব মহোদয়ের নিকট আমার আকুল প্রার্থনা এই যে , আমাকে উক্ত দিনগুলো ছুটি প্রদানে আপনার সুমর্জি কমনা করছি।
নিবেদক
আপনার একন্ত আনুগত ছাত্র
নাম: মোঃ সাগর ইসলাম
রোল:০১
শ্রেনী: নবম
আরো পড়ুন: প্রত্যয়ন পত্র লেখার নিয়ম
*স্কুলে বোনের বিবাহ বা অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদন ছবি
২. স্কুলে অসুস্থ বা অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদন।
তারিখ ০১/০১/২০২৪ ইং
বরারব
প্রধান শিক্ষক
দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
দুর্গাপুর, রাজশাহী
বিষয়: অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে , আমি আপানার বিদ্যালয়ের নবম শ্রেনীর একজন নিয়মিত ছাত্র। গত কয়েকদিন যাবৎ ০১/০১/২০২৪ হতে অসুস্থ থাকার কারনে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। তাই আগামী ০১/০১/২০২৪ থেকে ০৩/০১/২০২৪ পযন্ত মোট তিন দিনের আমার ছুটি গ্রহন অত্যন্ত প্রয়োজন।
অতএব মহোদয়ের নিকট আমার আকুল প্রার্থনা এই যে , আমাকে উক্ত দিনগুলো ছুটি প্রদানে আপনার সুমর্জি কমনা করছি।
নিবেদক
আপনার একন্ত আনুগত ছাত্র
নাম: মোঃ সাগর ইসলাম
রোল:০১
শ্রেনী: নবম
আরো পড়ুন: মাদ্রাসার দরখাস্ত লেখার নিয়ম
*স্কুলে অসুস্থ বা অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদন ছবি
৩. নৈমিত্তিক ছুটির জন্য আবেদন পত্র
তারিখ-০১/০১/২০২৪ ইং
বরাবর
ব্যবস্থাপক
জনতা ব্যাংক লিমিটেড
দুর্গাপুর শাখা, রাজশাহী
বিষয়ঃ নৈমিত্তিক ছুটির আবেদন।
জনাব
সবিনয় নিবেদন এই যে, আমি মোঃ শফিকুল ইসলাম। আমি আপনার অধিনস্থ জনতা ব্যাংক লিঃ, দুর্গাপুর শাখা, রাজশাহী এ অফিসার হিসেবে কর্মরত আছি। আগামী ০১/০১/২০২৪ খ্রিঃ তারিখ হতে আমার ছোট বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে। বিধায় ০১/০১/২০২৪ খ্রিঃ হতে ০৩/০১/২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট তিন দিনের ছুটি একান্তই প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে তিন দিনের নৈমিত্তিক ছুটি মুনজুর করার জন্য সবিনয়ে আবেদন পেশ করছি।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
মোঃ শফিকুল ইসলাম (অফিসার)
জনতা ব্যাংক লিমিটেড
দুর্গাপুর শাখা, রাজশাহী
আরো পড়ুন: কলেজে দরখাস্ত লেখার নিয়ম
*নৈমিত্তিক ছুটির জন্য আবেদন ছবি
৪. অসুস্থতার কারণে অফিস থেকে ছুটির জন্য আবেদন।
তারিখ-০১/০১/২০২৪ ইং
বরাবর
ব্যবস্থাপক
জনতা ব্যাংক লিমিটেড
দুর্গাপুর শাখা, রাজশাহী
বিষয়ঃ অগ্রিম ছুটির আবেদন।
জনাব
সবিনয় নিবেদন এই যে, আমি মোঃ শফিকুল ইসলাম। আমি আপনার অধিনস্থ জনতা ব্যাংক লিঃ, দুর্গাপুর শাখা, রাজশাহী এ অফিসার হিসেবে কর্মরত আছি। আজ অফিসে আসার পরে আমি আচমকা অসুস্থ হয়ে পড়ি। অনেক জ্বর, সর্দি এবং কাশি হচ্ছে একারণে ঠিকমতো বসে থাকা সম্ভব হচ্ছে না। বিধায় ০১/০১/২০২৪ খ্রিঃ হতে ০৩/০১/২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট তিন দিনের ছুটি একান্তই প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে তিন দিনের নৈমিত্তিক ছুটি মুনজুর করার জন্য সবিনয়ে আবেদন পেশ করছি।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
মোঃ শফিকুল ইসলাম (অফিসার)
জনতা ব্যাংক লিমিটেড
দুর্গাপুর শাখা, রাজশাহী
আরো পড়ুন: সঠিকভাবে দরখাস্ত লেখার নিয়ম
*অসুস্থতার কারণে অফিস থেকে ছুটির জন্য আবেদন ছবি
৫. অনুপস্থিতি কারণে অফিস থেকে ছুটির জন্য আবেদন
তারিখ-০১/০১/২০২৪ ইং
বরাবর
ব্যবস্থাপক
জনতা ব্যাংক লিমিটেড
দুর্গাপুর শাখা, রাজশাহী
বিষয়ঃ অগ্রিম ছুটির আবেদন।
জনাব
সবিনয় নিবেদন এই যে, আমি মোঃ শফিকুল ইসলাম। আমি আপনার অধিনস্থ জনতা ব্যাংক লিঃ, দুর্গাপুর শাখা, রাজশাহী এ অফিসার হিসেবে কর্মরত আছি। আমার মা অসুস্থ থাকার কারণে আমাকে আমার দেশের বাড়ি যেতে হবে তাকে দেখতে তাই আগামী ০১/০১/২০২৪ খ্রিঃ হতে ০৩/০১/২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট তিন দিনের ছুটি একান্তই প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে তিন দিনের নৈমিত্তিক ছুটি মুনজুর করার জন্য সবিনয়ে আবেদন পেশ করছি।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
মোঃ শফিকুল ইসলাম (অফিসার)
জনতা ব্যাংক লিমিটেড
দুর্গাপুর শাখা, রাজশাহী
আরো পড়ুন: ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম
*অনুপস্থিতি কারণে অফিস থেকে ছুটির জন্য আবেদন ছবি
আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে ছুটির জন্য দরখাস্ত/আবেদন জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের আর্টিকেলে সে সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন।
সুপ্রিয় দর্শক আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের দেশের সকলের এই নাগরিক অধিকার রয়েছে এবং এদেশের প্রতি বিশেষ কিছু দায়িত্ব রয়েছে। আর প্রত্যেকটি নাগরিকের প্রয়োজন হয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য যেগুলোর মাধ্যমে মানুষ চাকুরী ব্যবসা বা সম্পত্তি সংক্রান্ত সকল তথ্য প্রয়োজন হয় আমি আপনাদের কাছে উপস্থাপন করব।