আপনারা যারা ঢাকা শহরের ভিতরে বসবাস করছেন বা ঢাকা বাসির যে সকল ছাত্র-ছাত্রী রয়েছেন যারা এবার একাদশ শ্রেণীতে ভর্তির জন্য এডমিশন নিতে চান অথবা কলেজ সংক্রান্ত সকল তথ্য পেতে চান বা কোন কলেজে ভর্তি হতে কত মার্ক প্রয়োজন অথবা যে কলেজে ফর্ম তুলবেন সেই কলেজের আসন সংখ্যা সহ সকল বিস্তারিত তথ্য আমরা নিতে দিয়ে দিলাম। আপনারা যারা ভাল কলেজে অ্যাডমিশন নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিচের দেওয়া কলেজের ভর্তির মার্ক ও আসন সংখ্যা দেখে আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে।
ঢাকা শহরের বিভিন্ন কলেজে ভর্তি মার্কস
নং | কলেজের নাম | মার্ক | বিজ্ঞান
আসন |
মানবিক
আসন |
ব্যবসা
আসন |
১ | সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা | 3.00 | 350 | 550 | 900 |
২ | কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা | 3.50 | 550 | 650 | 800 |
৩ | সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও, ঢাকা | 4.75 | 1230 | ||
৪ | বিএএফ শাহীন কলেজ, ঢাকা | 5.00 | 733 | 160 | 555 |
৫ | সবুজবাগ সরকারি কলেজ, ঢাকা | 4.00 | 150 | 150 | 150 |
৬ | ঢাকা কমার্স কলেজ, ঢাকা | 3.50 | 2800 | ||
৭ | সরকারি বঙ্গবন্ধু কলেজ, ঢাকা | 4.00 | 200 | 260 | 416 |
৮ | মোহাম্মদপুর সরকারি কলেজ, ঢাকা | 4.80 | 410 | 175 | 415 |
৯ | ঢাকা উদ্যান সরকারি কলেজ, ঢাকা | 4.50 | 300 | 300 | 300 |
১০ | সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা | 3.00 | 425 | 625 | 875 |
১১ | লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ | 2.00 | 150 | 150 | 150 |
১২ | আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ | 4.00 | 250 | 321 | 312 |
১৩ | বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ | 4.00 | 550 | 750 | 760 |
১৪ | সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ, | 3.00 | 150 | 150 | 150 |
১৫ | ভাসানটেক সরকারি কলেজ, ঢাকা | 4.00 | 300 | 350 | 350 |
১৬ | ঢাকা কলেজ | 5.00 | 917 | 200 | 225 |
১৭ | কমলাপুর স্কুল এন্ড কলেজের | 3.50 | 100 | 100 | 200 |
১৮ | ধামরাই সরকারি কলেজ, ঢাকা | 3.50 | 250 | 525 | 500 |
আরো পড়ুন: একাদশ শ্রেণীতে অনলাইনে আবেদন করার সকল তথ্য
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করার নিয়ম
আপনারা যারা অনলাইনের মাধ্যমে বিভিন্ন কলেজে এডমিশনের জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য বলতে চাই আপনারা অবশ্যই যে কলেজে কেন ভর্তি জন্য আবেদন করুন না কেন অবশ্যই ভর্তি আবেদন করার আগে কলেজের আসন সংখ্যা ও মার্কস দেখে অবশ্যই আবেদন করবেন। অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইট এর ঠিকানা: www.xiclassadmission.gov.bd শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে।
ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচন
পূর্ববর্তী ০৩ (তিন) বছরে দেশের যে কোন শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এস.এস.সি, বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ নীতিমালার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে কোন কলেজ/সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির যোগ্য বিবেচিত হবে। এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণসহ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। বিদেশি কোন বোর্ড বা অনুরূপ কোন প্রতিষ্ঠান হতে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক তার সনদের মান নির্ধারণের পর উপনীতি (২.১) এর অধীনে ভর্তির যোগ্য বিবেচিত হবে।
ভর্তির আবেদনে একজন প্রার্থী নিম্নরূপ গ্রুপ নির্বাচন
বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ এর যে কোন মানবিক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ এর যে কোনটি এবং ব্যবসায় শিক্ষা গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপ এর যে কোনটি। যে কোন গ্রুপ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ইসলামী শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও সংগীত গ্রুপ এর যে কোনটি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান গ্রুপে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ এর যে কোনটি এবং সাধারণ ও মুজাব্বিদ মাহির গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান গ্রুপ ব্যাতীত যে কোনটি কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ সাধারণ শিক্ষা বোর্ডের যেকোনো গ্রুপে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
সুপ্রিয় দর্শক আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের দেশের সকলের এই নাগরিক অধিকার রয়েছে এবং এদেশের প্রতি বিশেষ কিছু দায়িত্ব রয়েছে। আর প্রত্যেকটি নাগরিকের প্রয়োজন হয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য যেগুলোর মাধ্যমে মানুষ চাকুরী ব্যবসা বা সম্পত্তি সংক্রান্ত সকল তথ্য প্রয়োজন হয় আমি আপনাদের কাছে উপস্থাপন করব।