নৈমিত্তিক ছুটির জন্য দরখাস্ত বা আবেদন পত্র লেখার নিয়ম

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের বাসায় অনেকের বড় ভাই বোনদের বিবাহ অনুষ্ঠান হয়ে থাকে আর এর জন্য আমাদের স্কুল কলেজ অথবা অফিস থেকে নৈমিত্তিক ছুটির প্রয়োজন হয়ে থাকে আর এই ছুটির দরখাস্ত লেখা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় বস্তু কারণ আপনি যদি সঠিক পদ্ধতিতে দরখাস্ত লিখতে না পারেন তাহলে অবশ্যই আপনার ছুটির দরখাস্তে গ্রহণযোগ্যতা পাবে না তাই আজকে চলুন জেনে নেই কিভাবে একটি সঠিক পদ্ধতিতে নৈমিত্তিক ছুটির দরখাস্ত লেখা যায় এবং দরখাস্তের ভিতর কি কি বিষয় সবচাইতে গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আপনাদেরকে আজকে আমি জানাবো।

নৈমিত্তিক ছুটির জন্য দরখাস্ত লেখার নিয়ম

আপনারা যারা নৈমিতিক ছুটির জন্য দরখাস্ত লিখতে চাচ্ছেন পারছেন না তাদের জন্যই আজকের এই পোস্টটি আজকে আপনাদের জানাবো কিভাবে একটি দরখাস্তের তারিখ থেকে শুরু করে বিস্তারিত কিভাবে লিখলে আপনার দরখাস্তটি সুন্দর ও সঠিক হবে সেভাবে জানাবো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি নৈনত্তিক ছুটির জন্য দরখাস্ত লিখতে হয় চলুন জেনে নেই একটি নৈমিত্তিক ছুটির জন্য দরখাস্ত লেখার নিয়ম ও নমুনা:

আরো পড়ুন: অঙ্গীকারনামা লেখার নিয়ম

  • স্কুলে নৈমিত্তিক ছুটির জন্য আবেদন পত্র
  • কলেজ নৈমিত্তিক ছুটির জন্য আবেদন পত্র
  • অফিসে নৈমিত্তিক ছুটির জন্য আবেদন পত্র

স্কুলে নৈমিত্তিক ছুটির জন্য আবেদন পত্র

তারিখ ০৬/০৬/২০২৫ ইং

বরারব 

প্রধান শিক্ষক

মোহনপুর পাইলট উচ্চ বিদ্যালয় 

মোহনপুর, রাজশাহী

বিষয়: নৈমিত্তিক ছুটির আবেদন।

জনাব, 

বিনীত নিবেদন এই  যে , আমি আপনার বিদ্যালয় অষ্টম শ্রেনীর একজন নিয়মিত ছাত্র। আগামী ০৬/০৬/২০২৫ ইং আমার বড় বোনের বিয়ে অনুষ্ঠিত হবে । বিয়ের আগে ও পরেপারিবারিক আনন্দ  বিনোদন এবং আনুষ্ঠনিকতার অংশগ্রহনের জন্য আগামী ০৬/০৬/২০২৫ ইং থেকে ০৯/০৬/২০২৫ ইং  জুন পযন্ত মোট তিন দিনের আমার ছুটি গ্রহন অত্যন্ত প্রয়োজন।

অতএব মহোদয়ের নিকট আমার আকুল প্রার্থনা এই যে , আমাকে উক্ত দিনগুলো ছুটি প্রদানে আপনার সুমর্জি কমনা করছি।

নিবেদক

আপনার একন্ত আনুগত ছাত্র

নাম: মোঃ সাকিবুল ইসলাম

শ্রেনী: অষ্টম

রোল:৬৬

কলেজ নৈমিত্তিক ছুটির জন্য আবেদন পত্র

তারিখ ০১/০২/২০২৫ ইং

বরারব 

অধ্যক্ষ

বাগমারা কলেজ 

বাগমারা, রাজশাহী

বিষয়: নৈমিত্তিক ছুটির আবেদন।

জনাব, 

বিনীত নিবেদন এই  যে , আমি আপনার কলেজের দ্বাদশ শ্রেনীর একজন নিয়মিত ছাত্র। আগামী ০১/০২/২০২৫ ইং আমার বড় বোনের বিয়ে অনুষ্ঠিত হবে । বিয়ের আগে ও পরেপারিবারিক আনন্দ  বিনোদন এবং আনুষ্ঠনিকতার অংশগ্রহনের জন্য আগামী ০১/০২/২০২৫ ইং থেকে ০৪/০২/২০২৫ ইং  ফেব্রুয়ারি পযন্ত মোট তিন দিনের আমার ছুটি গ্রহন অত্যন্ত প্রয়োজন।

অতএব মহোদয়ের নিকট আমার আকুল প্রার্থনা এই যে , আমাকে উক্ত দিনগুলো ছুটি প্রদানে আপনার সুমর্জি কমনা করছি।

নিবেদক

আপনার একন্ত আনুগত ছাত্র

নাম: মোঃ শাওন ইসলাম

শ্রেনী: একাদশ

রোল:৬৫

আরো পড়ুন: প্রত্যয়ন পত্র লেখার নিয়ম

অফিসে নৈমিত্তিক ছুটির জন্য আবেদন পত্র

তারিখ-০৪/০৪/২০২৪ ইং

বরাবর

ব্যবস্থাপক

সোনালী ব্যাংক লিমিটেড 

কাটাখালি শাখা, রাজশাহী

বিষয়ঃ নৈমিত্তিক ছুটির আবেদন।

জনাব

সবিনয় নিবেদন এই যে, আমি মোঃ মহিদুল ইসলাম। আমি আপনার অধিনস্থ সোনালী ব্যাংক লিঃ, কাটাখালি শাখা, রাজশাহী এ ক্যাশিয়ার হিসেবে কর্মরত আছি। আগামী ০৪/০৪/২০২৪ ইং তারিখ হতে আমার বড় বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে। বিধায় ০৪/০৪/২০২৪ ইং হতে ০৭/০৪/২০২৪ ইং তারিখ পর্যন্ত মোট তিন দিনের ছুটি একান্তই প্রয়োজন।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে তিন দিনের নৈমিত্তিক ছুটি মুনজুর করার জন্য সবিনয়ে আবেদন পেশ করছি।

বিনীত

আপনার একান্ত বাধ্যগত

মোঃ মহিদুল ইসলাম (ক্যাশিয়ার)

সোনালী ব্যাংক লিমিটেড

কাটাখালি শাখা, রাজশাহী

Leave a Comment