অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম স্কুল/কলেজ/অফিস

আমরা সাধারণত শারীরিকভাবে অসুস্থ হয়ে থাকি আর এর জন্য আমাদেরকে স্কুল অথবা অফিস থেকে ছুটি নেয়ার প্রয়োজন হয়ে থাকে আর ছুটি নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে একটি আবেদন পত্র লেখার দরকার হয়ে থাকে। আমরা যদি শারীরিকভাবে অসুস্থ হওয়ার পরও স্কুল অথবা অফিস থেকে ছুটি না নেই তাহলে আমাদের জন্য অনেক সমস্যা দেখা দেয় আবার অনেকে দেখা যায় যে দরখাস্ত লেখা না জানার কারণে আমরা অনেক সময় ছুটির জন্য আবেদন করতে পারি না তাই আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি আপনার স্কুল অথবা অফিস থেকে ছুটির জন্য আবেদন পত্র জমা দিবেন।

অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র

অসুস্থতা থাকার কারণে আমাদের যে আবেদন পত্র লেখার দরকার হয়ে থাকে হয়তোবা আমরা অনেকেই এর নিয়ম জানি না তাই আজকে আপনাদের কে জানাবো যে কিভাবে একটি সঠিক পদ্ধতিতে আবেদন পত্র লিখবেন। নিচে অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম ও নমুনা দেয়া হলো: 

অসুস্থতার জন্য স্কুলে ছুটির আবেদন পত্র

১৪ই ফেব্রুয়ারি, ২০২৪

বরাবর

প্রধান শিক্ষক

চারঘাট বালিকা উচ্চ বিদ্যালয়

চারঘাট,রাজশাহী

বিষয় : অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। শারীরিক অসুস্থতার কারণে গত ১৪ই ফেব্রুয়ারি, ২০২৪ থেকে ১৭ই ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম। আমি এ তিন দিন জ্বরে আক্রান্ত ভুগেছি। আমার চিকিৎসা-সংক্রান্ত প্রমাণপত্র আবেদনের সাথে যুক্ত করা হলো।

অতএব, বিনীত প্রার্থনা, উপর্যুক্ত বিষয় বিবেচনা করে উক্ত তিন দিনের ছুটি মঞ্জুজুর করলে আপনার নিকট কৃতজ্ঞ থাকব।

ইতি

সাদিয়া আক্তার

শ্রেণী: সপ্তম

রোল: ১৯

আরো পড়ুন: আল্লাহর কাছে সাহায্য চাওয়ার উপায়

অসুস্থতার জন্য কলেজ ছুটির আবেদন পত্র

২৩ জানুয়ারি, ২০২৪

বরাবর

প্রধান অধ্যক্ষ

চারঘাট সরকারি কলেজ

চারঘাট,রাজশাহী

বিষয় : অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার কলেজের একাদশ শ্রেণির একজন নিয়মিত ছাত্র। শারীরিক অসুস্থতার কারণে গত ২৩ জানুয়ারি, ২০২৪ থেকে ২৬ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম। আমি এ তিন দিন ডায়রিয়াজনিত রোগে ভুগেছি। আমার চিকিৎসা-সংক্রান্ত প্রমাণপত্র আবেদনের সাথে যুক্ত করা হলো।

অতএব, বিনীত প্রার্থনা, উপর্যুক্ত বিষয় বিবেচনা করে উক্ত তিন দিনের ছুটি মঞ্জুজুর করলে আপনার নিকট কৃতজ্ঞ থাকব।

ইতি

রকিবুল ইসলাম

শ্রেণী: একাদশ

রোল: ২২

আরো পড়ুন: অঙ্গীকারনামা লেখার নিয়ম

অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র

১৮  জুলাই, ২০২৪

বরাবর

ম্যানেজার

পপুলার ফার্মাসিটিক্যাল লিমিটেড

সাভার, ঢাকা

বিষয় : অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানের একজন নিয়মিত কর্মচারী। গত ১৮  জুলাই, ২০২৪ হতে ২১ জুলাই, ২০২৪ তারিখ অব্দি অসুস্থতার জন্য অফিসে উপস্থিত হতে পারিনি। পূর্বের তুলনায় সুস্থ হওয়ার কারণে আজ অফিসে উপস্থিত হয়েছি।  তাই, জনাবের নিকত আকুল আবেদন এই যে, অসুস্থতার কথা বিবেচনা করে আমাকে গত ০৩ দিনের জন্য ছুটি দিয়ে বাধিত করবেন।

অতএব, মহোদয়ের নিকট বিশেষ অনুরোধ এই যে, আমার অসুস্থতার কথা বিবেচনা করে, গত কয়েকদিনের জন্য ছুটি দিয়ে বাধিত করবেন।

বিনীত

মোঃ শামীম হাসান

আরো পড়ুন: প্রত্যয়ন পত্র লেখার নিয়ম

Leave a Comment