অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম

ছুটির জন্য আবেদন করেননি এমন মানুষ জীবনে পাওয়া খুবই মুশকিল কারণ আমরা কম বেশি যারা পড়াশোনা করেছি অথবা চাকুরী রত রয়েছি তারা কম বেশি সবাই ছুটির জন্য আবেদন লেখার প্রয়োজন হয়ে থাকে। আমাদের ভেতরে অনেকেই জানিনা আমরা কিভাবে একটি নির্ভুল ভোটের জন্য ছুটির জন্য আবেদন পত্র লিখতে হয় তাই আজকে আপনাদেরকে জানাবো কিভাবে সঠিক পদ্ধতিতে আপনার স্কুল অথবা অফিসে কিভাবে আপনি একটি অনুস্থিতি থাকার কারণে একটি ছুটির জন্য আবেদন পত্র লিখবেন।

অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম

আপনি যদি আপনার প্রতিষ্ঠানের সঠিকভাবে আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার আবেদনপত্রে যেন কোন প্রকার ভুলভ্রান্তি না থাকে এবং সেখানে যেন কোন প্রকার লেখা কাটাকাটি না থাকে এবং আপনার আবেদনে অবশ্যই শালীনতা বজায় রাখতে হবে যাতে একজন শিক্ষক সেটা মনোযোগ দিয়ে পড়ে আপনার আবেদনটি গ্রহণ করেন। সঠিক পদ্ধতিতে আবেদন পত্র লেখার নিয়ম নিচে দেয়া হলো নমুনা সহকারে

আরো পড়ুন: বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন  নিয়ম

বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন

তারিখঃ ০৫/০৫/২০২৪

বরাবর,

প্রধান শিক্ষক

দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়

দুর্গাপুর,রাজশাহী

বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব,

সবিনয়ে বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমি গত ০৫/০৫/২০২৪ তারিখ হতে ০৮/০৫/২০২৪ তারিখ পর্যন্ত আপনি বিদ্যালয়ে উপস্থিত হতে পারেননি পর্যন্ত অসুস্থতার কারণে বিদ্যালয় উপস্থিত থাকতে পারেনি। 

অতএব, জনাব এর কাছে আমার আকুল আবেদন আমার উক্ত অসুস্থতার কথা মানবিকভাবে চিন্তা করে আমাকে গত তিন দিনের ছুটি দান করার জন্য আপনার সু-মর্জি কামনা করছি। 

বিনীত নিবেদক 

আপনার বিদ্যালয়ের নিয়মিত ছাত্র 

মোঃ শাকিল আহমেদ

শ্রেণীঃ সপ্তম

রোল নং- ০৯

আরো পড়ুন: ইসলামে ধনী হওয়ার উপায়

অফিস অনুপস্থিতির জন্য ছুটির আবেদন

তারিখ-০৪/০৪/২০২৪ ইং

বরাবর

ব্যবস্থাপক

সোনালী ব্যাংক লিমিটেড 

চারঘাট শাখা, রাজশাহী

বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব

সবিনয় নিবেদন এই যে, আমি মোঃ তহিদুল ইসলাম। আমি আপনার অধিনস্থ সোনালী ব্যাংক লিঃ, চারঘাট শাখা, রাজশাহী এ ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আমার মা অসুস্থ থাকার কারণে আমাকে আমার দেশের বাড়ি যেতে হবে তাকে দেখতে তাই আগামী ০৪/০৪/২০২৪ খ্রিঃ হতে ০৬/০৪/২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট তিন দিনের ছুটি একান্তই প্রয়োজন।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে তিন দিনের অনুপস্থিতির ছুটি মুনজুর করার জন্য সবিনয়ে আবেদন পেশ করছি।

বিনীত

আপনার একান্ত বাধ্যগত

মোঃ তহিদুল ইসলাম (ম্যানেজার)

সোনালী ব্যাংক লিমিটেড 

চারঘাট শাখা, রাজশাহী

আরো পড়ুন: সিভি লেখার নিয়ম

Leave a Comment