প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশের সকল সংস্থা এড়ানোর জন্য প্রত্যেকটি দলের নেতাদের আহ্বান করা হয়েছে এবং প্রত্যেকটি দলের পক্ষ থেকে সহিংসতা এনানোর কথা বলা হয়েছে তারপরও বাংলাদেশের বিভিন্ন স্থানে মানুষের বাসা বাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠান অথবা সরকারি প্রতিষ্ঠানে বাংলাদেশের অনেক জায়গায় হামলা আগুন ও ভাঙচুর করা হচ্ছে আর যদি কোন হামলা হলে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। এক্ষেত্রে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। এজন্য এলাকাভেদে বিভিন্ন নাম্বার দেয়া হয়েছে।
ক্রমিক নং | স্থানের নাম | মোবাইল নম্বর |
1 | ঠাকুরগাঁও সদর | ০১৭৬৯৬৭২৬২৮ |
2 | মিরপুর ডিওএইচএস, ঢাকা | ০১৭৬৯৫১১০২০ |
3 | গাইবান্ধা সদর | ০১৭৭৬২৬৩৫৮৭ |
4 | গৌরীপুর-ইশ্বরগঞ্জ, ময়মনসিংহ | ০১৮৭৩৩৭৩৪৩৩ |
5 | সিরাজগঞ্জ সদর | ০১৭৮৪ ৮০০৭২৮ |
6 | রাজশাহী সিটি করপোরেশন ও রাজশাহী জেলা | ০১৭৬৯১১২৪০১ |
7 | মিরপুর-১৪ ও কচুক্ষেত এলাকা, ঢাকা | ০১৫২১৩২৯১৭৪ |
8 | আমিনবাজার-চন্দ্রা, ঢাকা | ০১৭৬৯০৯২১৪৬ |
9 | নড়াইল | ০১৮২১৬৫৫৫৫৫ |
10 | চট্টগ্রাম | ০১৭৬৯৫১০৯৬৯ |
11 | দিনাজপুর | ০১৭৬৯৬৮২৪৫৪ |
12 | ময়মনসিংহ | ০১৭৬৯২০৮১৭৪ |
13 | সিরাজগঞ্জ | ০১৭৬৯৫১০৫২৪ |
14 | রামপুরা, ঢাকা | ০১৭৬৯০৫৩১৫০ |
15 | রংপুর | ০১৬১৫৩৩২৪৪৬ /০১৭৪৫২০৭৪৬৯ |
16 | ভৈরব, কিশোরগঞ্জ | ০১৭৬৯২০২৩৫৪ |
17 | যশোর | ০১৮৮৬৯১০৫১৪ |
18 | রাজবাড়ী | ০১৭৯৫৬১৫৯৫০ |
19 | যাত্রাবাড়ী, ঢাকা | ০১৭৬৬১৬২০৭৭ |
20 | উত্তরা, বিমানবন্দর এলাকা | ০১৭৬৯০২৪২৮০ |
21 | কক্সবাজার | ০১৭৬৯১১৯৯৮৮ |
22 | মিরপুর এলাকা | ০১৮৩৩৫৮৫৭৩৬ |
23 | সাতকানিয়া, চট্টগ্রাম | ০১৭৬৯১০৯৬৭২ |
24 | শেরপুর | ০১৭৬৯৫১০৭৪৬ |
25 | মোহাম্মদপুর, ঢাকা | ০১৭৬৯৫১০৫১৫ |
26 | সেগুনবাগিচা, ঢাকা | ০১৭৩৮৯৯৮৪৫৮ |
27 | পল্টন এলাকা, ঢাকা | ০১৭০৮৩৭৫৩৭১ |
28 | বারিধারা, ঢাকা | ০১৭৬৯৫১০৮০৩ |
29 | গুলশান-বনানী, ঢাকা | ০১৭৬৯০১৩০৯৪ |
30 | মতিঝিল | ০১৭৬৬০৪৭৩২৩ |
31 | আগারগাঁও, ঢাকা | ০১৭০৫২৬০০১৯ |
আরো পড়ুন: পিজি হাসপাতালের ডাক্তারদের তালিকা
সেনা প্রধানের বক্তব্য: আজ সোমবার সেনাপ্রধান বলেন, এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি। জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, ‘দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়ি।
তারেক রহমানের বার্তা: বিজয়ের এই আনন্দঘন সময় শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহপূর্বক কেউ প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে।
ডা. শফিকুর রহমান বার্তা: বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, বাড়িঘর ও সম্পত্তির নিরাপত্তার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির । এসময় তিনি সবাইকে সজাগ থাকার পরামর্শও দেন। কোনো দুষ্কৃতিকারী যেন দেশে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। চলমান পরিস্থিতিতে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল স্তরের নেতাকর্মী, ছাত্র, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক দলসমূহ ও সর্বস্তরের জনতাকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি।
সুপ্রিয় দর্শক আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের দেশের সকলের এই নাগরিক অধিকার রয়েছে এবং এদেশের প্রতি বিশেষ কিছু দায়িত্ব রয়েছে। আর প্রত্যেকটি নাগরিকের প্রয়োজন হয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য যেগুলোর মাধ্যমে মানুষ চাকুরী ব্যবসা বা সম্পত্তি সংক্রান্ত সকল তথ্য প্রয়োজন হয় আমি আপনাদের কাছে উপস্থাপন করব।