শীতকালে সাধারণত আমাদের দেশে ব্যাডমিন্টন খেলার সময় এই সময়ে শহর বা গ্রামে সব জায়গাতে ব্যাডমিন্টন খেলার জন্য সবার মাঝে একটা আনন্দ বিরাজ করে। শীতকালে সন্ধ্যার পরে বাসার আশেপাশে খালি জায়গায় ব্যাডমিন্টন খেলা হয়ে থাকে যাকে গ্রামের ভাষায় রাকেট খেলা বলা হয়ে থাকে তবে খেলায় সন্ধ্যার পর শরীর চর্চা বলতে পারেন যার মাধ্যমে মানুষ সুস্থ সবল থাকতে পারে। তবে আমরা অনেকেই জানিনা যে ব্যাডমিন্টন খেলার নিয়মকানুন কি এবং কোড কিভাবে তৈরি করতে হয় তাই আজকে আপনাদের সাথে আলোচনা করব ব্যাডমিন্টন খেলার নিয়ম-কানুন ও কোড তৈরি করার নিয়ম।
ব্যাডমিন্টন খেলার কোর্টের মাপ
ব্যাডমিন্টন খেলার প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করার পর কোর্ট আঁকতে হবে,সাধারণত মাঠের মাটি কেটে দাগ করে তাতে কোর্ট বানিয়ে খেলা হয়। আবার অনেকে ঢালাই করা কোর্টে খেলে থাকেন তবে তাদের জন্য অনেক সাবধানতা নির্ভর করতে হবে কারণ আপনি যদি ভুলবশত পরিধান তাহলে আপনার শরীরে ফিকচার হতে পারে তাই একটু সাবধানে খেলবেন এবং সাদা কালার দিয়ে কোর্টের কালার করবেন। কোর্টের আঁকার সাধারণত ৪৪ ফুট দৈর্ঘ্য ২০ ফুট প্রস্থ থাকে এবং এর মাঝামাঝি দাগ টেনে দুভাগে আলাদা করে নিতে হয়। কোর্ট দুটির শেষ সিমানায় যে লাইনটি দেয়া হবে তা সিঙ্গেল খেলার সময় লং সার্ভিস বলা হয়ে থাকে। আবার দলগত খেলার সময় এক দলে দুজন করে খেলা হলে সেক্ষেত্রে কোর্টের দুই পাশের লং সার্ভিস লাইন নেটের ২.৫ ফুট দূরে দাগ দিতে হবে। কোর্টির দুই পাশেই একটি করে শর্ট সার্ভিস লাইন নেট হতে ৬.৫ ফুট দূরত্বে হয়ে থাকে।
ব্যাডমিন্টন খেলার মাঠ কোড
ব্যাডমিন্টন খেলার নিয়ম কানুন
প্রতিবছর এই সময়টাতেই ব্যাডমিন্টন খেলার কোর্ট তৈরির হিড়িক পড়ে যায় পুরো দেশজুড়ে। পাড়ার শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্করাও ব্যস্ত হয়ে পড়েন এই খেলার কোর্ট কাটতে। চলুন জেনে নেয়া যাক ব্যাডমিন্টন খেলার সঠিক নিয়মকানুন। ব্যাডমিন্টন খেলার কোর্ট আয়তাকার হয়ে থাকে কোর্টের মেঝে কাঠের হলে ভালো, তবে যেন পিচ্ছিল না হয়। কোর্টের রং সাধারণত উজ্জ্বল হয়। সম্পূর্ণ কোর্টটি স্পষ্ট দাগ দিয়ে নির্দিষ্ট করা থাকে। কোর্ট কোন হালকা রঙের হলে দাগগুলো কালো হতে হবে, অন্যথায় দাগের রঙ হবে সাদা।
মাঝখানে একটি দাগ দিয়ে কোর্টকে দুইভাগে ভাগ করা হয় একক অথবা দ্বৈত উভয়ভা বেই ব্যাডমিন্টন খেলা হয়। একক ম্যাচে উভয়পক্ষে ১ জন করে সর্বমোট ২ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। দ্বৈত খেলায় উভয়পক্ষে ২ জন করে সর্বমোট ৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। লিডিং পয়েন্ট যখন ১১ তে পৌঁছবে তখন খেলায় ৬০ সেকেন্ডের একটি বিরতি হবে। পরপর দুটি গেমের মধ্যে ইচ্ছা করলে ২ মিনিটের বিরতি নেয়া যাবে। তৃতীয় বারের খেলায় লিডিং পয়েন্ট ১১ হলে খেলোয়াড়গণ পার্শ্বপরিবর্তন করবেন। সিঙ্গেল খেলা। খেলার শুরুতে (০-০) এবং সার্ভারের স্কোর যখন জোড়া সংখ্যা হবে তখন সে তার ডানের কোর্ট থেকে সার্ভ করবে। সার্ভারের স্কোর বিজোড় সংখ্যা হলে তার বামের কোর্ট থেকে সার্ভ করবে।
ব্যাডমিন্টন খেলার পয়েন্ট এর হিসাব
ব্যাডমিন্টন সিঙ্গলস ডবল ও মিশ্র ডবল হয়ে থাকে সিঙ্গেলস ও ডাবল উভয় খেলায় সাধারণত ১৫ থেকে ২১ পয়েন্টে গেম হয়। উভয় খেলোয়াড় বা দল ২০-২০ পয়েন্ট অর্জন করলে সেক্ষেত্রে ২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে জয়লাভ করতে হবে, অর্থাৎ ২২-২০, ২৫-২৩ ইত্যাদি। ব্যাডমিন্টন খেলা উভয় দলের পয়েন্ট সমান হওয়াকে ডিউস বলে। মনে রাখতে হবে, এভাবে সর্বোচ্চ ৩০ পয়েন্টের মধ্যে অবশ্যই গেম শেষ করতে হবে। তিনটি গেমের মধ্যে যে বা যে দল দুই খেলায় জিতবে, তারাই বিজয়ী হবে। ২৯ পয়েন্ট পেয়ে যে পক্ষ আগে ৩০ পয়েন্ট করতে পারবে সেই পক্ষই খেলায় জিতবে।
একটি গেইম জেতার পর পরবর্তী গেমের শুরুতে যে পক্ষ জিতবে তারা সার্ভ করবে। লিডিং পয়েন্ট ১১ হলে ৬০ সেকেন্ডের একটি বিরতি নেয়া যায়। দুইজন খেলার সময় প্রথম সার্ভিসের জন্য ডানদিকের খেলোয়াড় কোনাকুনি বিপক্ষের কোর্টে সার্ভিস করবে। যাকে সার্ভিস করা হবে কেবল সেই খেলোয়াড় সার্ভিস গ্রহণ করবে। কোনো খেলোয়াড় পরপর দুইবার সার্ভিস করতে পারবে না। প্রথম গেমে বিজয়ী খেলোয়াড় দ্বিতীয় গেমে সার্ভিস শুরু করবে। সার্ভারের পয়েন্ট স্কোর জোড় হলে সে তার ডানের কোর্ট থেকে সার্ভ করবে। আর বিজোড় হলে বামের কোর্ট হতে সার্ভ করবে। যদি কোন সার্ভার র্যালি জেতে তাহলে সে কোর্ট পরিবর্তন করে সার্ভ করবে এবং একটি পয়েন্ট পাবে। যে শাটল রিসিভ করবে সে যদি র্যালি জেতে তাহলে সে একটি পয়েন্ট পাবে ও সে সার্ভ করবে। প্রতিটি খেলা বেস্ট অফ থ্রি সেট হবে যে দল প্রথম ২১ পয়েন্ট পাবে সেই দল জয়ী হবে, কিন্তু উভয় দলের পয়েন্ট ২০ হলে যে দল প্রথমে ২৩ পয়েন্টে পৌঁছবে সেই দল জয়ী হবে। যদি খেলায় ও পয়েন্টের ব্যবধান না থাকে তবে খেলা চলতে থাকবে ২৯ অবধি এবং যে দল প্রথম ৩০ পয়েন্ট পাবে সেই দল জয়ী হবে।
আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে ব্যাডমিন্টন খেলার নিয়ম জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের আর্টিকেলে সে সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আপনি দাবা খেলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই পৌষ্টের মাধ্যমে…..
সুপ্রিয় দর্শক আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের দেশের সকলের এই নাগরিক অধিকার রয়েছে এবং এদেশের প্রতি বিশেষ কিছু দায়িত্ব রয়েছে। আর প্রত্যেকটি নাগরিকের প্রয়োজন হয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য যেগুলোর মাধ্যমে মানুষ চাকুরী ব্যবসা বা সম্পত্তি সংক্রান্ত সকল তথ্য প্রয়োজন হয় আমি আপনাদের কাছে উপস্থাপন করব।