আমাদের ছাত্র জীবনে দরখাস্ত লেখেন নি এমন মানুষ পাওয়া খুবই মুশকিল আমাদের ছাত্র জীবনের সকলকেই দরখাস্ত লিখতে হয় কারণ দরখাস্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি যেকোনো সময় আমাদের প্রয়োজন হতে পারে। আবার আমরা অনেকেই জানি না যে কিভাবে আমরা দরখাস্ত লিখতে হয় আমরা যারা মাদ্রাসায় পড়ি তাদের শরীর খারাপ বা অসুস্থতা অথবা ভাই বোনের ব্যবহার জন্য ছুটির প্রয়োজন হয় আর এর জন্য অবশ্যই আমাদেরকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে দরখাস্ত লেখার প্রয়োজন হয় তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার মাদ্রাসায় দরখাস্ত লিখবেন এবং আপনার ছুটির জন্য বা ভর্তির জন্য অথবা প্রশংসা পত্রের জন্য কিভাবে আপনি দরখাস্ত লিখবেন নিচে দরখাস্ত নমুনা সহ উল্লেখ করা হলো-
আরো পড়ুন: জন্ম নিবন্ধন সংশোধন আবেদন এবং ডাউনলোড করার নিয়ম (২০২৫)
মাদ্রাসায় দরখাস্ত লেখার নিয়ম
আপনি যদি মাদ্রাসায় পড়ে থাকেন তাহলে আপনার জন্য অবশ্যই আজকের এই পোস্টে অনেক গুরুত্বপূর্ণ তাই আপনাকে গুরুত্ব সহকারে প্রত্যেকটি দরখাস্ত দেখা লাগবে এবং সেই নিয়ম মাপিক আপনাকে লিখতে হবে তাই আপনি আপনার সুবিধার্থে শুধু আমরা দরখাস্তের নমুনা সহ দিয়ে দিলাম যাতে আপনাদের সকল ধরনের দরখাস্ত লিখতে সুবিধা হয় এবং এখানে দেখে আপনি একটি সম্পন্ন ও সঠিক দরখাস্ত লিখতে পারেন নিচে দরখাস্ত নমুনা দেওয়া হল-
- অসুস্থ বা অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে মাদ্রাসায় দরখাস্ত।
- বোনের বিবাহ বা অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে মাদ্রাসায় দরখাস্ত।
- প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত।
- মাদ্রাসায় ভর্তির জন্য দরখাস্ত লেখার নিয়ম।
অসুস্থ বা অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে মাদ্রাসায় দরখাস্ত।
তারিখ ০১/১১/২০২৫ ইং
বরারব
প্রধান শিক্ষক
কাটাখালি দাখিল মাদ্রাসা
কাটাখালি, রাজশাহী
বিষয়: অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে , আমি আপানার মাদ্রাসা সপ্তম শ্রেনীর একজন নিয়মিত ছাত্র। গত কয়েকদিন যাবৎ ০১/১১/২০২৫ হতে অসুস্থ থাকার কারনে মাদ্রাসা উপস্থিত থাকতে পারিনি। তাই আগামী ০১/১১/২০২৫ থেকে ০৩/১১/২০২৫ পযন্ত মোট তিন দিনের আমার ছুটি গ্রহন অত্যন্ত প্রয়োজন।
অতএব মহোদয়ের নিকট আমার আকুল প্রার্থনা এই যে , আমাকে উক্ত দিনগুলো ছুটি প্রদানে আপনার সুমর্জি কমনা করছি।
নিবেদক
আপনার একন্ত আনুগত ছাত্র
নাম: মোঃ নয়ন ইসলাম
রোল:৩৩
শ্রেনী: সপ্তম
বোনের বিবাহ বা অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে মাদ্রাসায় দরখাস্ত।
তারিখ ০১/১২/২০২৬ইং
বরারব
প্রধান শিক্ষক
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী
নওদাপাড়া, রাজশাহী
বিষয়: অগ্রীম ছুটির জন্য আদেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে , আমি আপানার মাদ্রাসা অষ্টম শ্রেনীর একজন নিয়মিত ছাত্র। আগামী ০১/১২/২০২৬ আমার বড় বোনের বিয়ে অনুষ্ঠিত হবে । বিয়ের আগে ও পরেপারিবারিক আনন্দ বিনোদন এবং আনুষ্ঠনিকতার অংশগ্রহনের জন্য আগামী ০১/১২/২০২৬ থেকে ০৩/১২/২০২৬ জানুয়ারি পযন্ত মোট তিন দিনের আমার ছুটি গ্রহন অত্যন্ত প্রয়োজন।
অতএব মহোদয়ের নিকট আমার আকুল প্রার্থনা এই যে , আমাকে উক্ত দিনগুলো ছুটি প্রদানে আপনার সুমর্জি কমনা করছি।
নিবেদক
আপনার একন্ত আনুগত ছাত্র
নাম: মোঃ সাঈদ ইসলাম
রোল:২২
শ্রেনী: অষ্টম
প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত।
তারিখ: ১১-০২-২০২২ইং
বরাবর
প্রধান শিক্ষক
আল মাদ্রাসাতুল জামহুরিয়া কামিল মাদ্রাসা
নাটোর সদর, নাটোর।
বিষয়: প্রশংসাপত্রের জন্য আবেদন ।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মোঃ শাকিব ইসলাম আপনার মাদ্রাসা একজন নিয়মিত ছাত্র। ২০২২ সালে রাজশাহী বোর্ডের অধীনে অনুষ্ঠিত এস,এস,সি পরীক্ষায় আমি জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। বিদ্যালয়ে গত পাঁচ বছর অধ্যয়নকালে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে আমি সক্রিয়ভাবে জড়িত ছিলাম। কোনো আইনশৃঙ্খলা বিরোধী কাজের সংঙ্গে আমার সম্পৃক্ততা ছিল না। আমি কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক। তাই আপনার স্বাক্ষরিত একটি প্রশংসাপত্র অত্যন্ত প্রয়োজন।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, অনুগ্রহপূর্বক আমাকে চারিত্রিক ও শিক্ষাবিষয়ক প্রশংসাপত্র প্রদান করে বাধিত করবেন।
বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ শাকিব ইসলাম
এস, এস, সি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র
মাদ্রাসায় ভর্তির জন্য দরখাস্ত লেখার নিয়ম।
তারিখ: ১০/০৮/২০২৫
বরাবর
অধ্যক্ষ
কাটাখালি দাখিল মাদ্রাসা
কাটাখালি, রাজশাহী
বিষয়:মাদ্রাসা ভর্তির জন্য আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ৭ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন সরকারি চাকুরীজীবি। সম্প্রতি আমার বাবার কর্মস্থল দুর্গাপুর সদর থেকে কাটাখালি বদলি হয়েছে। আমি আমার পরিবারের সঙ্গে থাকি। তাই আমার পড়াশোনা চালিয়ে যেতে কাটাখালি কোন বিদ্যালয়ে ভর্তি হওয়া প্রয়োজন।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমার উক্ত অবস্থার কথা বিবেচনা করে আমাকে আপনার বিদ্যালয়ে ভর্তির অনুমতি দিয়ে কৃতজ্ঞতায় বাধিত করবেন।
বিনীত নিবেদক
আপনার একান্ত বাধ্যগত
মোঃ শরিফুল ইসলাম
শ্রেনি: অষ্টম
রোল নং: ০৪
আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে মাদ্রাসার দরখাস্ত লেখার নিয়ম জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের আর্টিকেলে সে সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আপনি ছুটির জন্য দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই পৌষ্টের মাধ্যমে…..
সুপ্রিয় দর্শক আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের দেশের সকলের এই নাগরিক অধিকার রয়েছে এবং এদেশের প্রতি বিশেষ কিছু দায়িত্ব রয়েছে। আর প্রত্যেকটি নাগরিকের প্রয়োজন হয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য যেগুলোর মাধ্যমে মানুষ চাকুরী ব্যবসা বা সম্পত্তি সংক্রান্ত সকল তথ্য প্রয়োজন হয় আমি আপনাদের কাছে উপস্থাপন করব।