Mm Kit সাধারণত গর্ভপাতের ওষুধ হিসেবে আমরা চিনে থাকি। Mm Kit গর্ভধারণ বন্ধ করার জন্য ব্যবহৃত হয় যা ১০ সপ্তাহের কম বয়সী। এটি গর্ভধারার মৃত্যুর ক্ষেত্রে বা গর্ভাবস্থার অবসান ঘটানোর জন্য অস্ত্রোপচার পদ্ধতির পূর্বে শ্রম নিবেশনের জন্যও ব্যবহৃত হয়। Mm Kit এমন মহিলাদের ব্যবহার করার জন্য সুপারিশ করা হয় না যাদের গুরুতর এবং অজ্ঞাত যোনী রক্তপাতের সক্রিয় বা ঐতিহাসিক ঘটনা রয়েছে । রক্তপাত বিরক্তিকর হতে পারে এবং মেনিপোজ পরে জরায়ুসংক্রান্ত ক্যান্সার হতে পারে। Mm Kit গর্ভাবস্থার অবসান ঘটানোর জন্য সুপারিশ করা হয় না, যারা গর্ভধারণের বাইরে নিষ্কাশিত ডিম্বাণু উপস্থিত হতে পারে বলে সন্দেহ করা হয়।
mm kit খাওয়ার নিয়ম
Mm Kit খাবার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি ডাক্তার পরামর্শ নিতে না পারেন তাহলে এম এম কিটের ভিতরে থাকা স্লিপটি ভালোভাবে পড়বেন অথবা এই কিট কেবলমাত্র গর্ভাবস্থায় ভ্রূণের সঠিক বয়স এবং একটপিক প্রেগন্যান্সি নির্ধারণে সক্ষম ডাক্তাররাই নির্দোশিত করতে পারবেন। ডাক্তারদের অবশাই অসম্পূর্ণ গর্ভপাত অথবা অতিরিক্ত রক্তপাত হলে সেক্ষেত্রে অস্ত্রোপচার/এমভিএ (ম্যানুয়েল ভ্যাকুউয়াম এসপিরেশন) অথবা রোগীকে রক্ত প্রদান এবং রিসাসিটেশন করার সবধরণের সুয়্যোগ সুবিধা থাকতে হবে যেদি প্রয়োজন হয়।
আরো পড়ুন: গর্ভবতী হওয়ার প্রথম সপ্তাহের লক্ষণ সমূহ
দিন ১ (প্রথম ভিজিট): মিফেপ্রিস্টোন গ্রহণ কোনো ক্লিনিক, মেডিকেল অথবা হাসপাতালে ডাক্তারের সরাসরি তত্ত্বাবধানে ১টি মিফেপ্রিস্টোন ট্যাবলেট মুখে খাবেন।
দিন ২ (দ্বিতীয় ভিজিট): মিসোপ্রোস্টল গ্রহণ ২৪-৪৮ ঘণ্টা পরা রোগী মিসোপ্রোস্টল ২০০ মাইক্রোগ্রামের ৪টি ট্যাবলেট বাক্কালি অথবা সাবলিঙ্গুয়ালি গ্রহণ করবে। মিসোপ্রোস্টল ট্যাবলেট রোগী নিজেই বাসায় খেতে পারবে (২টি করে ট্যাবলেট গাল ও মাড়ির মাঝখানে অথবা জিহবার নিচে)। ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। মিসোপ্রোস্টল গ্রহণের পর রোগীর তলপেটে ব্যথা অথবা পরিপাক তন্ত্রের কোন সমস্যা জনিত করণে ঔষুধের দরকার হতে পারে। খুব বেশি অস্বস্তি, অতিরিক্ত রক্তপাত অথবা কোন প্রতিক্রিয়া ঘটলে কি করতে হবে তা জানিয়ে দিতে হবে অথবা ফোন নাম্বার দিয়ে দিতে হবে যদি মিসোপ্রস্টোল গ্রহনের পর তার কোনো প্রশ্ন থাকে।
দিন ১০ থেকে ১৪ (তৃতীয় ভিজিট): চিকিতসা পরবর্তী পরীক্ষণ রোগীকে ক্লিনিক, মেডিকেলে অথবা হাসপাতালে মিফেপ্রিস্টোন গ্রহণের ১০ থেকে ১৪ দিন পর আবার যেতে হবে। এই ভিজিটটি খুবই জরুরী কেননা ক্লিনিক্যাল পর্যবেক্ষণ অথবা আল্ট্রাসনোগ্রাফী করে কোন গর্ভাবস্থার টিস্য রয়ে গিয়েছে কিনা তা দেখা হয়। যারা তারপরও গর্ভবর্তী রয়ে যান তাদের ক্ষেত্রে ভ্রূন বিকলাঙ্গ হওয়ার সম্ভবনা থাকে। মাসিক নিয়মিতকরণ চিকিৎসা সফল না হলে অস্ত্রোপচার এমভিএ করার কথা বলা আছে।
আরো পড়ুন: Milk Soothing Gel ব্যবহারের নিয়ম
mm kit খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ
গর্ভবর্তী রোগী বাতীত অন্য কোন যোগীকে মিফেপ্রিস্টোন ও মিসোপ্রোস্টলের সময় দেয়া উচিত নয়। মিফেপ্রিস্টোন ও মিসোপ্রোস্টলের সমন্বয় কেবলমাত্র নির্দিষ্ট কারণে রোগীকে দেয়া হয়, যা অন্য রোগীর ক্ষেত্রে উপযুক্ত চিকিৎসা নাও হতে পারে। এছাড়া গর্ভবর্তী বা গর্ভবর্তী হতে চান এমন মহিলাদের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। মিফেপ্রিস্টোন দিয়ে চিকিৎসা শুরুর পূর্বে যে কোন ইন্ট্রাইউটেরাইন ডিভাইস (IUD) অপসারণ করা উচিত। মিফেপ্রিস্টোন ও মিসোপ্রোস্টলের সমন্বয় যদি মাসিক নিয়মিতকরণ ঘটাতে না পারে, তবে অস্ত্রোপচারের মাধ্যমে মাসিক নিয়মিতকরণ ঘটাতে হবে। মিফেপ্রিস্টোন ব্যবহারের পর চিকিৎসকের শরনাপন্ন হওয়ার পরও যদি গর্ভধারণ প্রক্রিয়া চলমান থাকে তবে বিকলাঙ্গ ক্রনের পরিস্ফুটন হতে পারে। এক্ষেত্রে অস্ত্রোপচারের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
- যোনি থেকে ভারি রক্তপাত, সংক্রমণ ।
- অস্বাভাবিক ক্লান্তি এবং দুর্বলতা।
- পেটে ব্যথা এবং খিঁচুনি, জরায়ুতে ব্যথা।
- বমি ভাব বা বমি, ডায়রিয়া ।
- মাথা ব্যাথা, মাথা ঘোরা।
- হাত বা পায়ে ব্যাথা ক্ষুধা না পাওয়া অনিদ্রা।
- গ্রাসের সময় অসুবিধা, শক্তির অভাব ।
- শ্বাস নিতে অসুবিধা ।
আরো পড়ুন: চোখের নিচের কালো দাগ দূর করার উপায়
mm kit খাওয়ার পর মাসিক না হলে করনীয়
Mm Kit ওষুধটি এমন মহিলাদের ব্যবহার করার জন্য সুপারিশ করা হয় না যাদের গুরুতর এবং অজ্ঞাত যোনী রক্তপাতের সক্রিয় বা ঐতিহাসিক ঘটনা রয়েছে । রক্তপাত বিরক্তিকর হতে পারে এবং মেনিপোজ পরে জরায়ুসংক্রান্ত ক্যান্সার হতে পারে। Mm Kit খাওয়ার কারণে যদি আপনার মাসিক বন্ধ হয়ে যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন কারণ এক্ষেত্রে শুধু ডাক্তারের চিকিৎসায় প্রযোজ্য যদি আপনি সুস্থ থাকতে চান এবং নিয়মিত মাসিক রাখতে চান তাহলে অবশ্যই একটি গাইনি ডাক্তারের পরামর্শ নেন এবং পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন।
mm kit price in bangladesh
এম এম কে স্বাধীনতা আমাদের দেশের প্রত্যেকটি দোকানে পাওয়া যায় আর এটির প্রাইস প্রায় একই সমান এটি আপনি ২৫০ অথবা ২৭০ টাকার ভেতরে যেকোন দোকান থেকে এম এম কে কিনতে পারবেন। mm kit price in bangladesh MRP: 300 TAKA
সুপ্রিয় দর্শক আপনাকে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা বিভিন্ন সমস্যা নিরাময় করার জন্য বিভিন্ন বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালগুলো এবং বড় বড় ডাক্তারদের পরামর্শ গ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য সকল ডাক্তারের পরামর্শ ও মতামত এবং সময় চিকিৎসা বিষয়ে সকল তথ্য সংগ্রহ করে আপনাদের কাছে আমি উপস্থাপন করব।