নিয়ত আরবী শব্দ। এর অর্থ হল ইচ্ছা করা। নামাজের নিয়ত অর্থ হল নামাজের ইচ্ছা করা। নামাজ পড়ার জন্য আমরা শরীর, জামা-কাপড়, ইত্যাদি পবিত্র করে কিবলামুখী হয়ে নফল বা সুন্নত বা ওয়াজিব নামাজ আদায় করার জন্য দণ্ডায়মান হই তাই নিয়ত। আলাদা ভাবে কোন নিয়ত করা ফরজ বা ওয়াজিব নয় এবং নিয়ত বাংলা, ইংরেজী, আরবী, ফার্সি, উর্দু, হিন্দি বিভিন্ন ভাষায় করা যায়। তবে আরবীতে নিয়ত করা মুস্তাহাব। তাই নিম্নে নামাজের আরবী নিয়তগুলো বাংলা উচ্চারণ ও অর্থসহ দেয়া হল।
ফজর নামাজের দু রাকাত সুন্নত নামাজের নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّي لِلَّهِ تَعَالَى رَكْعَتَى صَلَواةِ الْفَجْرِاللهِ تَعَالَى مُتوجها إلى جهة الكَعْبَة الشريفة اللهُ أَكْبَرُ
উচ্চারণ: নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা। রাকায়াতাই ছালাতিল ফাজরি, সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতআজ্জিহান ইলা আদা জিহাতিল কা’বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।
অর্থ: আমি দু’রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করার জন্য নিয়ত করিলাম। পবিত্র কাবা শরীফের দিকে মুখ করে। আল্লাহু আকবার।
ফজরের দু রাকাত ফরজ নামাজে নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلَّى الله تَعَالَى رَكْعَتَى صَلواة الفجرفَرْضُ اللَّهِ تَعَالَى مُتَوَجَهَا إِلى جِهَةِ الكَعْبَةِ الشَّرِيفَةِالله اكبر
উচ্চারণ: নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকআতাই ছালাতিল ফাজরি ফারদুল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতশ শারিশাতি আল্লাহু আকবার।
অর্থ: আমি কিবলামুখী হয়ে ফজরের দু রাকাত রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম। আল্লাহু আকবার।
জোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّيَ لِلَّهِ تَعَالَى أَرْبَعَ رَكْعَتَى صَلَواةِ الظُّهْرِ سُنَّةُ رَسُولُ الله تَعَالَى مُتَوَجَها إلى جِهَةِ الكَعْبَةِ ; الشريعة الله اكبر –
উচ্চারণ : নাওয়াইতু আন উছারিয়া লিল্লাহি তায়ালা আরবায়া রাকাআতি ছালাতি জুহরি সুন্নাতু রাসুল্লিাহি তায়ালা মুতাওয়াচ্ছিহান ইলাজিহাতিল কা’বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।।
অর্থ: আমি কিবলামুখি হয়ে জুহরের চার রাকাত সুন্নত নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম। আল্লাহু আকবার।
জোহরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত
نويت أن أصلي لله تعالى أربع ركعتي صلوات الظهر فرض الله تعالى متوجها إلى جهة الكَعْبَـ الشريعة الله اكبر
উচ্চারণ : নাওয়াইতু আন উচাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবাআ প্রাকআতি ছালাতি জুহরি, ফারদুল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলাজিহতিল কা’বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।
অর্থ: আমি কিবলামুখি হয়ে জুহরের চার রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম। আল্লাহু আকবার।
জোহরের দু’রাকাত সুন্নতের নিয়ত
نويت أن أصلي لله تعالى ركعتى صلواة الظهر سنة رَسُولُ اللهِ تَعَالَى مُتوجها إلى جهة الكَعْبَةِالشريفة الله اكبر
উচ্চারণ: নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকাআতাই ছালাতিজ জুহরি সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা মুতাওজ্জিহান ইলাজিহাতিল কা’বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।
অর্থঃ আমি জোহরের পরে দু রাকাত সুন্নত নামাজ আদায় করার জন্য কিবলামুখি হয়ে নিয়ত করলাম। আল্লাহু আকবার।
আরো পড়ুন: অজু ভঙ্গের কারণ সমূহ
আছরের চার রাকাত সুন্নতের নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّي لِلَّهِ تَعَالَى أَرْبَعَ رَكْعَتَيْ صَلواة الْعَصْرِ سُنَّةُ رَسُولُ اللَّهِ تَعَالَى مُتَوَجَهَا إِلى جِهَةِالكَعْبَة الشَّرِيفَةِ اللَّهُ أَكْبَرُ
উচ্চারণ : নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা আরবায়া রাকাআয়াত ছালাতিল আছরি। সুন্নাতু রাসূলিল্লাহিতায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।
আছরের চার রাকাত ফরজের নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّي لِلَّهِ تَعَالَى أَرْبَعَ رَكْعَتَيْ صَلواة الْعَصْرِ فَرْضُ اللَّهِ تَعَالَى مُتَوَجِهَا إِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ اللَّهُ أَكْبَرُ
উচ্চারণ: নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকআতি ছালাতিল আছরি। ফারদুল্লাহি তায়ালা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।
অর্থ: আমি পবিত্র কাবা শরীফের দিকে মুখ ফিরিয়ে আছরের চার রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য নিয়ত করিলাম আল্লাহু আকবার।
মাগরিবের তিন রাকাত ফরজের নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّي لِلهِ تَعَالَى ثَلاثَ رَكْعَتَى صَلواةالْمَغْرِبِ فَرْضُ الله تَعَالَى مُتَوَجِهَا إِلى جِهَةِ الكَعْبَة الشَّرِيفَةِ اللَّهُ أَكْبَرُ
উচ্চারণ: নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা ছালাছা ছালাতিল মাগরিব, ফারদুল্লাহি তায়ালা মুতাওয়াজজিহান রাকাআয়াতাই মালা জিহাতিল কা’বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।
অর্থ: আমি পবিত্র কাবা শরীফের দিকে মুখ করে মাগরিবের তিন রাজাত ফরজ নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম আল্লাহু একবার।
মাগরিবের দু’রাকাত সুন্নতের নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّي لله تَعَالَى رَكْعَتَى صَلواة المغرب سُنَّةُ رَسُولُ اللَّهِ تَعَالَى مُتَوَجِهَا إِلَى جِهَةِ الْكَعْبَالشريفة اللهُ أَكْبَرُ
উচ্চারণ : নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকআতাই মালাতিল মাগরিব, সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
অর্থ: আমি পবিত্র কাবা শরীফের দিকে মুখ করে মাগরিবের দু’রাকাত সুন্নত নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম আল্লাহু আকবার।
আরো পড়ুন: আল্লাহর কাছে সাহায্য চাওয়ার উপায়
ইশার চার রাকাত সুন্নতের নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّي لِلَّهِ تَعَالَى أَرْبَعَ رَكْعَتَيْ صَلواة الْعِشَاءِ سُنَّةُ رَسُولُ اللَّهِ تَعَالَى مُتَوَجِهَا إِلى جهة الْكَعْبَةِ الشَّرِيفَةِ اللَّهُ أَكْبَرُ
উচ্চারণ: নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাআতি ছালাতিল ইশায়ি। সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিতল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
অর্থ: পবিত্র কাবা শরীফের দিকে মুখ ফিরিয়ে আমি ইশার চার রাকাত সুন্নত নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম, আল্লাহু আকবার।
ইশার চার রাকাত ফরজের নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّي لِلَّهِ تَعَالَى أَرْبَعَ رَكْعَتَيْ صَلواة الْعِشَاءِ فَرْضُ اللَّهِ تَعَالَى مُتَوَجِهَا إِلى جِهَةِ الْكَعْبَةِ الشريفة اللهُ أَكْبَرُ
উচ্চারণ: নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকআতি ছালাতিল ইশায়ি, ফারদুল্লাহি তায়ালা মুতাওয়াজ জিহান ইলাভ জিহান ইলা জিহাতির কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
অর্থ: আমি কিবলামুখি হয়ে ইশার চার রাকত ফরজ নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম। আল্লাহু আকবার।
ইশার দু রাকাত সুন্নতের নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّي لِلَّهِ تَعَالَى رَكْعَتَى صَلَواةِ الْعِشَاءِ سُنَّةُ رَسُولُ الله تَعَالَى مُتَوَجِهَا إِلى جِهَةِ الْكَعْبَةِالشَّرِيفَة اللَّهُ أَكْبَرُ
উচ্চারণ: নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা রাক্তাই ছালাতিল ইয়ায়ি, সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
অর্থঃ আমি কিবরামুখি হয়ে ইশার দু রাকাত সুন্নত নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম। আল্লাহু আকবার।
আরো পড়ুন: বেতের নামাজ পড়ার নিয়ম
বিতির নামাজের নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّي لِلَّهِ تَعَالَى ثَلَاثَ رَكْعَتَيْ صَلواة الْوِتْرِ وَاجِبُ اللَّهِ تَعَالَى مُتَوَجِهَا إِلَى جِهَةِ الكَعْبَة الشَّرِيفَةِ اللهُ أَكْبَرُ
উচ্চারণ : নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা, ছালাছা রাকআতি ছালাতিল ভিতরি, ওয়াজিবুল্লাহি তায়ালা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।’
অর্থ: আমি পবিত্র কাবা শরীফের দিকে মুখ করে বিতিরের তিন রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্য নিয়ত করছি, আল্লাহু আকবার।
নফল নামাজের নিয়ত
নফল নামাজ সাধারণত দু রাকাত করে পড়াই উত্তম। তবে কেউ ইচ্ছে করলে চার রাকাত এক সাথে পড়তেও পারেন। তাই দু রাকাত বিশিষ্ট নফল নামাজের নিয়ত দেয়া হল।
نَوَيْتُ أَنْ أَصَلَّى الله تَعَالى رَكْعَتَى صَلواة النَّفْل مُتَوَجِهَا إِلى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَة اللَّهُ أَكْبَرُ
উচ্চারণ: নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই । ছালাতিন নাফলি, মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
অর্থ: আমি দু রাকাত নফল নামাজ আদায় করার জন্য নিয়ত করছি। আল্লাহু আকবার।
চার রাকাত বিশিষ্ট নফল নামাজে (রাকআত) এর পূর্বে একটি (আরবাআ) শব্দ বাড়িয়ে দিলেই হয়ে যাবে।
যথাঃنَوَيْتُ أَنْ أَصَلِّي لِلهِ تَعَالَى رَكْعَتَى صَلواة النقل
উচ্চারণ : নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবাআ রাকাআতি চালাতিন নাফলি-শেষ পর্যন্ত।
সুপ্রিয় দর্শক আপনাকে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা ইসলামিক স্কলারের মতামত সিদ্ধান্ত সম্পর্কে জানতে চান বা হাদিস সংক্রান্ত অথবা নামাজের ওয়াক্ত নিয়ত অথবা দোয়া সমূহ বিস্তারিত সকল ইসলামিক বিষয়ে অথবা আপনার শিশুর নামের অর্থ ইসলামিক ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করব।