রাজশাহীতে সবাই শিক্ষা নগর হিসেবে চিনে এছাড়াও রাজশাহীর সৌন্দর্যের সবাই মুগ্ধ কারণ রাজশাহী একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহর রাজশাহীতে রয়েছে নামিদামি অনেক কলেজ ও ইউনিভার্সিটি। তাই সবার জীবনেরই একটা আশা থাকে ভালো একটি কলেজে এডমিশন নিয়ে এবং সেখানে ভালোভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করা। এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা এখন কলেজে এডমিশন নেয়ার জন্য ফরম উত্তোলন করছেন তাদের জন্য একটি জরুরি তথ্য দরকার সেটি হল কোন কলেজের আবেদন করার জন্য কত মার্ক প্রয়োজন সেটি আমরা অনেকেই জানিনা এছাড়াও সেই কলেজের আসন সংখ্যা কত এটা আমরা জানি না তাই আজকে আপনাদেরকে জানাবো রাজশাহীর প্রতিটা কলেজের মার ও আসন সংখ্যা।
রাজশাহী বিভিন্ন কলেজের ভর্তির মার্ক ও আসন সংখ্যা
নং | কলেজের নাম | মার্ক | বিজ্ঞান আসন |
মানবিক
আসন |
ব্যবসা
আসন |
১ | রাজশাহী কলেজ | ১২৪৫+ | ২৭০ | ১০০ | ১০০ |
২ | রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজ | ১২৩০+ | ৬০০ | ৩০০ | ৩০০ |
৩ | রাজশাহী সরকারি সিটি কলেজ | ১২০৭+ | ৬০০ | ৩০০ | ৩০০ |
৪ | রাজশাহী সরকারি মহিলা কলেজ | ১১৮৮+ | ৪৫০ | ৪৫০ | ৩০০ |
৫ | এ.এইচ.এম কামারুজ্জামান সর: ডিগ্রি কলেজ | ১১৭৫+ | ৩৭৫ | ২৫০ | ২০০ |
৬ | রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ | ১১৭৫+ | ৮০ | ৮০ | ৮০ |
৭ | রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ | ১১৬৫+ | ৩০০ | ১৫০ | ১৫০ |
৮ | রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ | ১১৬৫+ | ২০০ | ৭৫ | ৭৫ |
৯ | শহীদ বুদ্ধিজীবি কলেজ, রাজশাহী | ১১৫০+ | ৪০০ | ২৫০ | ২০০ |
১০ | রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ | ১১৪০+ | ৭০ | ৩৫ | ৩৫ |
১১ | রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ | ১১৪০+ | ১৩০ | ৬০ | ৬০ |
১২ | কলেজিয়েট কলেজ | ১১৩৫+ | ৮০ | ০০ | ৮০ |
১৩ | শাহ মখদুম কলেজ | ১১৩০+ | ৩০০ | ২০০ | ১৫০ |
১৪ | বরেন্দ্র কলেজ | ১১৩০+ | ৩৫০ | ৪০০ | ৩০০ |
১৫ | পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ | ১১২০+ | ২০০ | ১৫০ | ১৫০ |
১৬ | মসজিদ মিশন একাডেমি স্কুল এন্ড কলেজ | ১১১০+ | ২০০ | ১৫০ | ১৫০ |
১৭ | অগ্রনী স্কুল এন্ড কলেজ | ১০৮০+ | ১৫০ | ১৫০ | ১৫০ |
১৮ | রাজশাহী কোর্ট কলেজ | ১০৭৫+ | ৩০০ | ৪৫০ | ১৫০ |
১৯ | বঙ্গবন্ধু কলেজ | ১০৭০+ | ২৫০ | ৩৫০ | ১৫০ |
২০ | রাজশাহী উপশহর মহিলা কলেজ | ৪.৭৫+ | ১৫০ | ১৫০ | ১৫০ |
২১ | রেসিডেন্সিয়াল কলেজ | ৪.৭৫+ | ১৫০ | ১৫০ | ১৫০ |
২২ | ওয়েমার্ক কলেজ | ৪.৫০+ | ১৫০ | ১৫০ | ১৫০ |
২৩ | উইসডোম কলেজ | ৪.৫০+ | ১০০ | ৫০ | ৫০ |
আরো পড়ুন: একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার নিয়ম
ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন
শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইট এর ঠিকানা: www.xiclassadmission.gov.bd। শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন ৫ (পাঁচ)টি এবং সর্বোচ্চ ১০ (দশ) টি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।
একাদশ শ্রেণিতে ভর্তি ও ফি
কলেজ/সমমানের প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক নির্ধারিত আসন সংখ্যা (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ, শিষ্ট, পুরুষ/মহিলা/সহশিক্ষা, ভার্সন) এবং বোর্ড কর্তৃক নির্ধারিত ভর্তি ফিসহ অনুমোদিত অন্যান্য সকল ফি, ভর্তির ন্যূনতম যোগ্যতা ইত্যাদি তথ্য ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করবে। বোর্ডের পূর্বানুমতি ব্যতীত নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না। বোর্ডসমূহ স্ব স্ব অধিক্ষেত্রে অবস্থিত কলেজ/সমমানের প্রতিষ্ঠানে এই বিধানের ব্যত্যয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অনলাইনে বোর্ড থেকে প্রাপ্ত ভর্তিযোগ্য প্রার্থীদের মেধাক্রম তালিকা কলেজের নোটিশ বোর্ড ও সংশ্লিষ্ট কলেজ/ সমমানের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করবে। ভর্তির সময় প্রার্থীকে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র দাখিল করতে হবে।
ভর্তি প্রক্রিয়ার পূর্বেই বেসরকারি কলেজে ভর্তির ক্ষেত্রে ভর্তি ফিসহ মাসিক বেতন এবং অন্যান্য যাবতীয় খরচ এর লিস্ট স্ব স্ব কলেজের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে প্রদর্শন করতে হবে। কোন শিক্ষার্থীর নিকট হতে অনুমোদিত ফি-এর অতিরিক্ত কোন অর্থ গ্রহণ করা যাবে না এবং অনুমোদিত সকল ফি যথাযথ রশিদ প্রদানের মাধ্যমে গ্রহণ করতে হবে।
শিক্ষা বোর্ড শিক্ষার্থীর নিকট হতে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করার সময় শিক্ষার্থী প্রতি নিম্নোক্ত ফি গ্রহণ করবে:
ক্রমিক | বিবরণ | পরিমাণ |
১ | রেজিস্ট্রেশন ফি | ১৪২/- |
২ | ক্রীড়া ফি | ৫০/- |
৩ | রোভার/রেঞ্জার ফি | ১৫/- |
৪ | রেড ক্রিসেন্ট ফি (৪০/-টাকার ৪০% = ১৬/-টাকা) | ১৬/- |
৫ | বিজ্ঞান ও প্রযুক্তি ফি | ৭/- |
৬ | বি.এন.সি.সি. ফি | ৫/- |
৭ | শিক্ষক কল্যাণ তহবিল ও অবসর সুবিধা ভাতা ফি | ১০০/- |
মোট= | ৩৩৫/- |
শিক্ষা প্রতিষ্ঠান প্রতি শিক্ষার্থীর নিকট থেকে রেড ক্রিসেন্ট ফি বাবদ (৪০/- টাকার ৬০%) ২৪/- টাকা গ্রহণ করবে। প্রতি শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক ক্রীড়া মঞ্জুরি ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা বোর্ডে প্রেরণ করতে হবে।
ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বোর্ডের বিজ্ঞপ্তির ভিত্তিতে শিক্ষার্থীরা বোর্ডের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় ফি প্রদান করে কলেজ, গ্রুপ ও বিষয় পরিবর্তন করতে পারবে। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে বিজ্ঞান গ্রুপে গ্রুপ পরিবর্তনের কোনো সুযোগ নেই। বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী অন্য গ্রুপে ভর্তি হওয়ার পর পরবর্তীতে বিজ্ঞান গ্রুপে প্রত্যাবর্তনের কোন সুযোগ নেই। কোন শিক্ষা প্রতিষ্ঠান কোন অবস্থাতেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে এস.এস.সি. বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোন শিক্ষার্থীর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট উক্ত শিক্ষার্থী বা তার অভিভাবক ব্যতীত অন্য কোন ব্যক্তি বা শিক্ষা প্রতিষ্ঠানে হস্তান্তর করতে পারবে না বা অন্য কোন অজুহাতে কোন শিক্ষার্থীর একাডেমিক ট্রান্সক্রিপ্ট আটক রাখতে পারবে না। ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা জমাদানের সময় প্রত্যেক প্রতিষ্ঠানকে বোর্ড কর্তৃক নির্ধারিত উল্লিখিত ফি এর বিবরণীর সাথে প্রতিষ্ঠান কর্তৃক খাতওয়ারি গৃহীত অন্যান্য ফি’র বিবরণী আলাদাভাবে জমা দিতে হবে।
সুপ্রিয় দর্শক আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের দেশের সকলের এই নাগরিক অধিকার রয়েছে এবং এদেশের প্রতি বিশেষ কিছু দায়িত্ব রয়েছে। আর প্রত্যেকটি নাগরিকের প্রয়োজন হয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য যেগুলোর মাধ্যমে মানুষ চাকুরী ব্যবসা বা সম্পত্তি সংক্রান্ত সকল তথ্য প্রয়োজন হয় আমি আপনাদের কাছে উপস্থাপন করব।