একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন এবং গ্রুপ নির্বাচন করার নিয়ম

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন । এসএসসি গন্ডি তো পেরুলেন । এবার তো যেতে হবে বহুদুর ।  ভর্তি হতে হবে  এইচএসসি তে । ইতিমধ্যে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে  ।মনে মনে ভাবছেন কিভাবে কলেজে ভর্তি হবেন । আপনার পছন্দের কলেজে কি আপনি ভর্তি হতে পারবেন ? কোন কলেজে কত পয়েন্ট লাগে ? কলেজে ভর্তি  হতে কত টাকা ফি দিতে হয় ? কিভাবেই ভা একাদশ শ্রেনীতে ভর্তির আবেদন করবেন ।  সকল বোর্ডের অনুমোদিত সরকারী ও বেসরকারী কলেজ ভর্তি ২০২২-২০২৩। একাদশ শ্রেণী ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ শিক্ষা মন্ত্রনালয়ের কলেজ ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd এ প্রকাশ করা হয়েছে । ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে আবেদন ফরম জমা দিতে হবে । ভর্তি নোটিশ, আবেদন প্রক্রিয়া, টাকা জমাদানের প্রক্রিয়াসহ অন্যান্য সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়াদি আলোচনা করা হল ।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন

গত ২৮ শে নভেম্বর আপনারা হাতে পেয়ে গেছেন নিজেদের এসএসসি পরিক্ষার ফলাফল। তো এরপর নিশ্চয়ই সবাই চাইছেন যে একাদশ শ্রেণিতে ভর্তি হবেন! তাই না? তো বর্তমানে সরাসরি কলেজ এ ভর্তি আর তেমন হয় না। এখন সব কিছু মোবাইল বা অনলাইনের মাধ্যমেই করা হয়।

তো কিভাবে আপনারা মোবাইল এর মাধ্যমে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করবেন সেই বিষয়ে সমস্ত তথ্য পাবেন আমাদের এর আরটিকেল এ। তো চলুন সব কিছু জেনে নেওয়া যাক।

প্রথমেই আপনাকে আবেদন ফি বাবদ ১৫০ টাকা জমা দিতে হবে ।  আপনি  এই ফি জমা দিতে পারবেন বিকাশ/রকেট/নগদ/উপায়/টেলিটক/সোনালী ব্যাংক এর মাধ্যমে । টাকা জমা দেবার পর আপনাকে www.xiclassadmission.gov.bd যেতে হবে এবং এপ্লাই অনলাইন বাটনে ক্লিক করতে হবে । এবার আপনার এসএসসি রোল নাম্বার রেজিষ্টেশন নাম্বার,বোর্ড এবং পাসের শন লিখে সাবমিট করলে আপনি এসএসসি পরিক্ষায় প্রাপ্ত পয়েন্ট দেখতে পাবেন । এ পর্যায়ে আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে । এবার আপনার পছন্দমত শিক্ষা প্রতিষ্ঠান , গ্রুপ শিফট , ভার্সন নির্বাচন করে দিতে হবে । আপনি সর্বচ্চ ১০ প্রতিষ্ঠান চয়েচ দিতে পারবেন । আবেদন পত্রে চাওয়া সকল তথ্য পুরুন হয়ে গেলে Preview Application এ ক্লিক করুন । এখানে আপনি আপনার আবেদন পত্রে উল্লেখিত সকল তথ্য দেখতে পাবেন ।পুরনকৃত সকল তথ্য সঠিক থাকলে Submit বাটনে ক্লিক করুন সফলভাবে আবেদন পত্রটি সাবমিট করলে আপনার দেওয়া ফোন নাম্বারে একটি গোপনীয় কোড আসবে সেই কোডটি আপনি নিরাপদ ভাবে সংরক্ষণ করে রাখুন । ফরুম পুরন এবং সাবমটি করা শেষ । এখন আপনি চাইলে এই ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন ।

একাদশ শ্রেণি ভর্তির যোগ্যতা 

২০২০, ২০২১ ও ২০২২ সালে যেকোনো শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অধীনে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ Class XI Admission নিতে পারবে। একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নিয়ম অনুযায়ী বিদেশ থেকে আসা শিক্ষার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থা আছে। দেশের বাইরে কোনো বোর্ড বা অনুরুপ প্রতিষ্ঠান হতে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কতৃক প্রদত্ত সনদের মান ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে। 

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন এবং গ্রুপ নির্বাচন করার নিয়ম

বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনটি। তবে বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী অন্য গ্রুপে একবার ভর্তি হওয়ার পর পরবর্তীতে আর বিজ্ঞান গ্রুপে প্রত্যাবর্তন করতে পারবে না।

  • মানবিক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনটি।
  • ব্যবসায় শিক্ষা গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোনটি।
  • বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান, সাধারণ গ্রুপ ও মুজাব্বিদ গ্রুপের যে কোনটি।
  • সাধারণ গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং মাদরাসা শিক্ষা বোর্ডের সাধারণ গ্রুপ ও মুজাব্বিদ গ্রুপের যেকোনটি
  • মুজাব্বিদ গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং মাদরাসা শিক্ষা বোর্ডের সাধারণ গ্রুপ ও মুজাব্বিদ গ্রুপের যেকোনটি
  • দাখিল (ভোক) গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের বোর্ডের বিজ্ঞান, সাধারণ গ্রুপ ও মুজাব্বিদ গ্রুপের যেকোনটি।
  • এসএসসি (ভোক)/দাখিল (ভোক) গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনটি ।
  • যে কোন বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী গার্হস্থ্য অর্থনীতি ও সংগীত গ্রুপ এর যে কোনটি।

একাদশ শ্রেণিতে প্রার্থী নির্বাচনের পদ্ধতি

একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের ভর্তি পরীক্ষা বা বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। Class XI Admission এর ক্ষেত্রে ৯৩% আসন মেধার ভিত্তিতে নির্বাচিত হবে। ৫% আসন মুক্তিযোদ্ধার সন্তান ও সন্তানদের সন্তানগণ পাবেন কোটা অনুসারে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় থেকে প্রদত্ত সনদপত্র দাখিল করে মুক্তিযুদ্ধের সন্তান বা সন্তানদের সন্তান সনাক্তকরণ করা হবে। বাকি ২% শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনস্থ দপ্তর/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে মহানগর, বিভাগীয় ও জেলা সদরের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য নূন্যতম যোগ্যতা থাকা সাপেক্ষে সংরক্ষিত থাকবে। শুধুমাত্র প্রতিবন্ধী শিক্ষার্থীগণ একাদশ শ্রেণিতে ভর্তির ম্যানুয়ালি আবেদন করতে পারবেন। আবার প্রবাসীদের সন্তান বা বি.কে.এস.পি. থেকে উত্তীর্ণ শিক্ষার্থীগণ খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে জাতীয় বা বিভাগীয় পর্যায়ে অবদান রাখার জন্য পুরস্কারপ্রাপ্ত হলে সেক্ষেত্রে ভর্তির জন্য ম্যানুয়ালি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বোর্ডে প্রয়োজনীয় কাগজপত্র প্রমাণস্বরূপ দাখিল করতে হবে।

আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার নিয়ম জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের আর্টিকেলে সে সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আপনি আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই পৌষ্টের মাধ্যমে…..

Leave a Comment