আপনি ঘরে বসেই অ্যাপের মাধ্যমে বিকাশ একাউন্ট খোলা যায়। ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার জন্য শুধুমাত্র একটি স্মার্টফোন এবং ভোটার আইডি কার্ড প্রয়োজন। এছাড়া আরো বিভিন্ন উপায়ে বিকাশ একাউন্ট খোলা যায়। আমরা অনেকেই আছি যারা বিকাশ একাউন্ট খোলার নিয়ম জানিনা, যার কারণে প্রায়শই টাকা-পয়সা লেনদেন করতে অনেক হিমশিম খেতে হচ্ছে।
বাংলাদেশের সকল মোবাইল ব্যাংকিং এর মধ্যে বিকাশ সব থেকে জনপ্রিয়। দেশের প্রতিটি অঞ্চলে বিকাশ গ্রাহকদের সেবা দেওয়ার জন্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খুব সহজে বিকাশের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা লেনদেন করা যায়। কিন্তু এই বিকাশ একাউন্ট সকলে খুলতে পারে না। আজকের পোস্টটি তাদের জন্য।
বিকাশ একাউন্ট খুলতে কি লাগে
বিকাশ এপ দিয়ে সহজেই নিজে নিজে বিকাশ একাউন্ট খোলতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে –
- আপনার এন আই ডি কার্ড প্রয়োজন হবে। (অনলাইন কপি দিয়েও বিকাশ একাউন্ট খোলতে পারবেন)
- একটি একটিভ মোবাইল নাম্বার দরকার হবে।
- বিকাশ একাউন্ট খোলার জন্য একটি এন্ড্রয়েড মোবাইল ফোন লাগবে এবং ইন্টারনেট কানেকশানের প্রয়োজন হবে।
- একাউন্ট খোলার সময় যার এন আইডি কার্ড দ্বারা একাউন্ট তৈরি করবেন তাকে সাথে সাথে রাখতে হবে।
বিকাশ একাউন্ট খোলার নিয়ম
বিকাশ এপ দিয়ে পার্সোনাল একাউন্ট তৈরি করার খুবই সিম্পল। নিচের নিয়মানুসারে বিকাশ এপটি ডাউনলোড করে একাউন্ট করলেই সাথে বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন। অ্যাপ ইন্সটল করার পর ওপেন করুন, প্রথমে আপনার কিছু পারমিশন চাইবে যথা ফোন কল,কন্টাক্ট এবং লোকেশনের। এগুলা এলাও করে দিন তারপর অ্যাপটি রেডি হয়ে যাবে।
যে নাম্বার এ একাউন্ট খুলবেন সেই নাম্বার দিতে হবে। তারপর আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে। সেটা আপনার এপ্স এর দিতে হবে। তার পর জাতীয় পরিচয় পত্র দিয়ে একাউন্ট ওপেন করতে হবে। উল্লেখ্যযে আপনি একটা এন আই ডি দিয়ে একটি একাউন্ট খুলতে পারবেন।
নিজের সেলফি ছবি তুলে আপলোড করার আগে তার কিছু নিয়ম লেখা আছে সেগুলি ভালো করে পড়েনিন। যেমন ছবি অন্ধকার তুলবেন না,আপনার ফেস যে গোল ফ্রেম দেখাবে তার মধ্যে তুলবেন। আপনার ফেস স্ক্যান হলে কনফারমেশন sms পেতে wait করুন এর রকম ম্যাসেজ দেখতে পাবেন। ম্যাসেজ টি ক্রস দিয়ে কেটে দিন এবং উপরে লগইন এ ক্লিক করুন। এবার নিজের নম্বর দেখতে পাবেন আর নিচে ওই ৫ ডিজিটের পিনটি দিয়ে লগইন করুন।
সকল তথ্য দেওয়ার পর বিকাশ আপনার তথ্য যাচাই করার জন্য ৪৮ ঘণ্টা সময় নিবে। যদিও সাথে সাথেই কনফার্মেশন ম্যাসেজটি দিয়ে দেয়। এরপর আপনাকে ৫ সংখ্যার একটি কোড সেট করতে হবে। যেগুলো পাসওয়ার্ড সংক্রান্ত। এগুলো মেনেই পিনকোড টি সেট করতে হবে। বন্ধুরা এই ছিলো বিকাশ একাউন্ট খোলার নিয়ম। এভাবেই ঘরে বসেই বিকাশ অ্যাপ থেকে খুলতে পারেন নিজের বিকাশ একাউন্ট।
বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
মোবাইলে বিকাশ একাউন্ট খোলার জন্য নিকটস্থ এজেন্ট পয়েন্টে যেতে পারেন। তাছাড়া, স্মার্টফোন থাকা সত্ত্বেও যদি আপনার বিকাশ একাউন্ট খুলতে কোন সমস্যা হয়, তাহলেও এজেন্ট পয়েন্ট থেকে সম্পূর্ণ ফ্রিতে বিকাশ একাউন্ট খুলে নিতে পারবেন।
বিকাশ এজেন্টের কাছে একাউন্ট খোলার জন্য যা যা লাগবে:
- NID (জাতীয় পরিচয় পত্র)/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট এর মূল কপি এবং ফটোকপি
- একটিভ মোবাইল, এবং
- পাসপোর্ট সাইজ ছবি (১কপি)
বিকাশ একাউন্ট খোলার পর একাউন্ট এক্টিভ হতে কিছুক্ষন সময় লাগবে। আপনার মোবাইল নাম্বারে কয়েকটি এস এম এস আসবে। সেখানে বলা হবে আপনার বিকাশ পিন সেট করার ।
বিকাশের পিন নাম্বার ভুলে গেলে করণীয়
আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের বিকাশ একাউন্টের পিন নাম্বারটি বলে দেয় কারণ আমরা অনেক সময় বিকাশের লেনদেন বন্ধ থাকে বা আমরা সেখানে কোন টাকা উত্তোলন বা জমা করিনা এ ক্ষেত্রে বেশিদিন হয়ে গেলে আমরা আমাদের পিন নাম্বার ভুলে যায় এবং বিকাশে টাকা আসলে সেই টাকাটি আমরা উত্তোলন করতে পারি না সে ক্ষেত্রে আমরা সমস্যায় পড়ে যায় তাই আপনি আপনার বিকাশের পিন নাম্বারটি কিভাবে রিসেট করবেন নিচে বিস্তারিত দেওয়া হলো-
পিন রিসেটের নিয়ম:
- অ্যাপের লগইন স্ক্রিন থেকে ‘পিন ভুলে গিয়েছেন?’-এ ট্যাপ করুন
- ‘পিন রিসেট’ অপশনে ট্যাপ করুন
- স্বয়ংক্রিয়ভাবে ভেরিফিকেশন কোড অ্যাড হয়ে যাবে। এরপর কনফার্ম বাটনে ট্যাপ করুন
- এরপর উল্লিখিত নিয়মানুসারে ফেস স্ক্যানিং প্রসেস সম্পন্ন করুন
- ভেরিফিকেশন চলাকালে অ্যাপ বন্ধ না করে অপেক্ষা করুন
- বিকাশ থেকে পাঠানো অস্থায়ী পিন নাম্বারটি দিয়ে কনফার্ম বাটনে ট্যাপ করুন
- আপনার পছন্দমতো ৫ ডিজিটের নতুন পিন নাম্বার দিন
- পুনরায় নতুন পিন নাম্বার দিয়ে কনফার্ম করুন এবং আবারো অ্যাপে লগইন করুন
*247# ডায়াল করে পিন রিসেট এর ক্ষেত্রে:
*247# ডায়াল করুন
- পিন রিসেট করতে 10 সিলেক্ট করুন
- আপনার বিকাশ-এ রেজিস্টার করা NID/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিন
- আপনার জন্মসাল দিন
- গত ৩০ দিনের মধ্যে সর্বশেষ ১০টি আউটগোয়িং লেনদেন থেকে যেকোনো একটি সিলেক্ট করুন
- টাকার পরিমাণ দিন (দশমিকের পূর্ব সংখ্যা পর্যন্ত)
- অস্থায়ী পিন আপনাকে কনফার্মেশন এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে
- এখন নতুন পিন সেট করতে *247# ডায়াল করুন
- My bKash এ যেতে 1 সিলেক্ট করুন
- পিন পরিবর্তন করতে 1 সিলেক্ট করুন
- এসএমএস এ পাওয়া অস্থায়ী পিন দিন
- এবার আপনার নতুন পিন সেট করুন (মনে রাখবেন, এলোমেলো ৫ সংখ্যার পিন সেট করতে হবে যা সর্বশেষ ৩ বার ব্যবহার হয়নি এবং “০” দিয়ে শুরু নয়)
- আরেকবার নতুন পিন দিয়ে কনফার্ম করুন
- আপনার পিন রিসেট সম্পন্ন হয়েছে
বিকাশ একাউন্ট থাকা প্রতিটি মানুষের জন্যে দরকার। এক জনের কাছ থেকে অন্য জনের কাছে টাকা পাঠানোর অন্যতম মাধ্যম হিসেবে বিকাশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের জন্য আজকের পোস্টটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের পোস্টে আমরা আপনাকে দেখিয়ে দিয়েছি কিভাবে অনলাইনে ঘরে বসে বিকাশ একাউন্ট খোলা যায়। বিকাশ একাউন্ট খোলার নিয়ম ভালোভাবে বুঝতে না পারলে নিচে কমেন্ট করে জানান। আমরা আপনাকে খুব সহজে দেখিয়ে দিবো। আপনি ইউটিউব চ্যানেল খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই পৌষ্টের মাধ্যমে …
সুপ্রিয় দর্শক আপনাকে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন কমবেশি সবাই টেকনোলজি সম্পর্কে কিছু জানার ইচ্ছা বা কিছু সমস্যা সমাধান খুঁজে থাকেন তাই আমি আপনাদের টেকনোলজি সম্পর্কিত সকল সমস্যার সমাধান আপনাদের সামনে উপস্থাপন করিব।