মশা তাড়ানোর সাতটি প্রাকৃতিক উপায়

সাধারণত বর্ষাকালে মশার উপদ্রব বেশি হয়ে থাকে কিন্তু এখন আমাদের দেশে ওয়েদারের কারণে শীতকালেও মশার উপদ্রব অনেক আর এমন কোন মানুষ নাই যে মশার হাত থেকে নিস্তার পেয়েছে। আর মশার কামড়ের কারণে আমাদের অনেক রোগ জীবনে ছড়াচ্ছে সাধারণ মানুষের ভিতরে যেমন ডেঙ্গু জ্বরের মতো মারাত্মক রোগ আমাদের শরীরে বাসা বাঁধছে আর মশার কামড়ে তো চুলকানি আছে। স্প্রে, কয়েল, অ্যারোসল মশা তাড়ালেও আমাদের স্বাস্থ্য এতে চরম ভাবে ক্ষতিগ্রস্থ হয় তাই প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর ব্যবস্থা করা জরুরী। তাই আজকে আপনাদের কার সাথে আলোচনা করব কিভাবে ঘরোয়া উপায় বাড়ি বসতবাড়ি থেকে মশা দূর করবেন। 

কর্পূর: কর্পোরে রয়েছে রাসায়নিক পদার্থ যার কারণে কর্পূরের গন্ধ মশা কোনোভাবেই সহ্য করতে পারে না তাই কর্পূর থেকে সব সময় মশা দূরে থাকে এবং যেখানে কর্পূর দেয়া থাকে সেখানে সাধারণত মশা আসেই না বললে চলে তাই আপনি মশা তাড়ানোর ক্ষেত্রে কর্পোর ব্যবহার করতে পারেন। আপনি কর্পূরের ট্যাবলেট কিনতে পারেন সেটি বাসায় নিয়ে এসে পানিতে ভিজিয়ে রাখতে রাখলে কর্পূরের গন্ধে বেরোতে শুরু করবে এরপর ১৫ থেকে ২০ মিনিট ঘরের দরজা জানালা খুলে রাখুন তারপর দেখবেন আপনার ঘরের সব মশা চলে গেছে এরপর সব কিছু বন্ধ করে দিন।

তুলসী গাছ: তুলসী গাছ হলো একটি বিশেষ গুণসম্পন্ন গান যে গাছে বিভিন্ন ধরনের উপাদান যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অনেক রোগের চিকিৎসা হিসাবে তুলসী পাতা ব্যবহার করা হয়ে থাকে আর এই তুলসী পাতার গন্ধ সাধারণত বর্ষা সহ্য করতে পারে না তাই আপনি আপনার ঘরের আশেপাশে তুলসী গাছ লাগিয়ে রাখুন তবে করে ঘরের ভিতর দিয়ে একটি গাছ রেখে দিন তাহলে দেখবেন যে আপনার ঘর থেকে মশা পালিয়ে গেছে।

লেবু ও লবঙ্গের: মশা তাড়ানোর ক্ষেত্রে লেবু ও লবঙ্গ দারুণ কাজ করে থাকে। প্রথমে আপনাকে লেবু কেটে নিতে হবে টুকরো টুকরো করে এরপর একটি সুতোয় একটি লেবু টুকরো এবং একটি করে লবঙ্গ এভাবে ফুলের মালার মত করে তৈরি করতে হবে এবং ঘরের যে কোন এক কোনাতে প্লেটের মধ্যে রাখতে হবে এভাবে কিছুদিন রাখার পরে দেখবেন ঘরের মশা অনেকটা কমে গেছে এবং কিছুদিন পরপর লেবু পরিবর্তন করে দিতে হবে তাহলে ঘরের মশা তাড়ানো যাবে।

অ্যালকোহল: অ্যালকোহল মশা তাড়ানোর জন্য একটি কার্যকরী রাসায়নিক অ্যালকোহলের মাধ্যমে আপনি আপনার ঘরের মোশারফ সহজে তাড়াতে পারবেন কারণ অ্যালকোহলের গন্ধ মশা সহ্য করতে পারে না এর কারণে ঘর থেকে পালিয়ে যায় তাই আপনি মশা তাড়ানোর ক্ষেত্রে অ্যালকোহল ব্যবহার করতে পারেন অ্যালকোহল আপনার ঘরে স্প্রে করে দেয়ার মাধ্যমে আপনার ঘরের মধ্যে সম্পূর্ণভাবে নিধন করতে পারবে।

রসুন: মশা তাড়ানোর ক্ষেত্রে আমরা রসুনও ব্যবহার করতে পারি রসুন সাধারণত আমাদের বিভিন্ন রোগ অতিরিক ক্ষমতা বৃদ্ধি করে এবং মশার ক্ষেত্রে যম হিসেবে ব্যবহার করা হয়েছে প্রথমে আপনাকে এক কর ওষুধ নিয়ে সেটা ব্লেন্ড করতে হবে বা মেয়ে করে পেতে হবে তারপর গরম জলে সিদ্ধ করে তা ঠান্ডা করে নিতে হবে এরপর একটি বোতলে পড়ে সেটা স্প্রে করতে হবে এতে কি হবে আপনার ঘর থেকে মশা পালিয়ে যাবে কারণ রসুনের গন্ধ সহ্য করতে পারে না।

পুদিনা: সাধারণত তুলসী গাছের মতোই একটি কার্যকরী উপাদান যা একইভাবে কাজ করে তবে তুলসী গাছের চাইতে কার্যকরী হয় এটি কম ব্যবহার করে থাকে। প্রথমে আপনি এক গ্লাস পানি নেন এবং তাতে তিন থেকে পাঁচটি পুদিনা রাখুন এরপর সেটা ঘরে রেখে দিন তিন থেকে চার দিন তারপর দেখবেন আপনার ঘরের মশা এমনি চলে গেছে তবে আপনার পুদিনা পাতা দেয়ার পরে এর পানি তিন থেকে চারদিন পর পর পরিবর্তন করতে হবে না হলে মশা যাবে না।

নিমের তেলের: নিমের তেল যদি আপনার শরীরে ব্যবহার করেন তাহলে আপনার থেকে মশা অনেকখানি দূরে থাকবে কারণ মশা ক্রিমের তেলের গন্ধ সহ্য করতে পারে না আপনি যদি নিমের তেল না পান তাহলে গন্ধ জাতীয় জিনিস আতর বা অন্য কিছু ব্যবহার করতে পারেন সে ক্ষেত্রে আপনার থেকে মশা দূরে থাকবে সবসময় কারণ সুগন্ধি জাতীয় জিনিসের মশা সহ্য করতে পারে না এবং সেখানে রাসায়নিক থাকার কারণে মশা পালিয়ে যায়।

আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে মশা তাড়ানোর ঘরোয়া উপায় জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের আর্টিকেলে সে সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আপনি ডেঙ্গু জ্বরের লক্ষণ এবং ডেঙ্গু জ্বরের চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই পৌষ্টের মাধ্যমে…..

Leave a Comment