তারাবির নামাজের নিয়ত ও দোয়া এবং মোনাজাতের নিয়ম

ইসলাম ধর্মের মানুষের জন্য পবিত্র মাস হচ্ছে মাহে রমজান এই মাহে রমজান মাসে আমাদের তারাবির নামাজ পড়া হয়। মাহে রমজান মাসের ইবাদত অন্য যেকোনো মাসের ইবাদতের চাইতে অনেক ভালো এবং কয়েক গুণ বেশি নেকি পাওয়া যায়। মাহে রমজান মাসের সবচাইতে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে একটি হচ্ছে রোজা করা এবং তারাবির নামাজ পড়া আপনি যদি সঠিক মত এই দুইটি নিয়ম পালন করতে পারেন তাহলে আপনি নবী রাসূলের পথে ধাবিত হলেন। রমজান মাসে বিভিন্ন মসজিদে মহল্লায় তারাবিহ নামাজ অনুষ্ঠিত হয়। তারাবি নামাজ নিয়ে আমাদের ভিতরে অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর আমাদের জানা নেই আজকে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে তারাবির নামাজ আদায় করবেন এবং নিয়মকানুন ও দোয়া সমূহ আলোচনা করা হলো- 

তারাবির নামাজ পড়ার নিয়ম

তারাবির নামাজ সাধারণত  এশার ফরজ নামাজ পড়ার পরে তারাবি নামাজ পড়তে হয়। তারাবি নামাজ দুই রাকাত করে পড়তে হয়। প্রত্যেক দুই রাকাতের পর সালাম ফেরানো হয়। এভাবে চার রাকাত পড়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হয়। বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে এসেছে তারাবির নামাজ অনেকে ৮ রাকাত পড়েন অনেকে ১২ রাকাত আবার অনেকে ২০ রাকাতও তারাবির নামাজ পড়ে থাকেন। এটা নিয়ে ইসলামী স্কলারদের ভিতরে বিভিন্ন মতভেদ রয়েছে তবে এটা নিয়ে আপনার যে উত্তম মনে হবে সে কয় রাকাত আপনি পড়বেন তারাবির নামাজ।

তারাবির নামাজের নিয়ত

প্রত্যেকটি নামাজের যেমন নিয়ত রয়েছে তেমনি তারাবির নামাজের একটি নিয়ত রয়েছে। আপনি এটি আরবিতে বা বাংলা যে কোন ভাবে পড়তে পারেন আপনি যদি আরবি না জানেন তাহলে আপনি তারাবির নামাজের নিয়ত বাংলায় করতে পারেন-

نَوَيْتُ اَنْ اُصَلِّىَ للهِ تَعَالَى رَكْعَتَى صَلَوةِ التَّرَاوِيْحِ سُنَّةُ رَسُوْلِ اللهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ

উচ্চারণ: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকাআতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

বাংলা অর্থ : আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তারাবি সুন্নত নামাজের নিয়ত করছি আল্লাহু আকবার।

তারাবির নামাজে আরবিতে নিয়ত করা কোন বাধ্যতামূলক নাই আপনি ইচ্ছে করলে বাংলা তো নিয়ত করতে পারবেন। বাংলাতেও এভাবে নিয়ত করা যাবে যে আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তারাবি সুন্নত নামাজের নিয়ত করছি আল্লাহু আকবার।

তারাবির নামাজের দোয়া

তারাবির নামাজের সাধারণত চার রাকাত পর পর বিশ্রাম নেয়া হয়। আমাদের দেশের সকল মসজিদে মুসল্লীরা এই দোয়াটি পাঠ করে থাকেন-

سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبْحانَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنا وَرَبُّ المْلائِكَةِ وَالرُّوْحِ

আরবি উচ্চারণ : সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা জিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিব্রিয়ায়ি ওয়াল ঝাবারুতি সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদ সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়িকাতি ওয়ার রূহ।

আপনি যদি চার রাকাত নামাজের পরে বিশ্রামের সময় এই দোয়াটি না পড়েন তাহলে কোনোভাবেই ভাববেন না যে আপনার নামাজ হবে না আপনার নামাজ অবশ্যই হবে এটির পড়া বাধ্যতামূলক নয় তবে কোরআন হাদিসে বর্ণিত আছে যে তারাবির নামাজের বিশ্রামের সময় আপনি তওবা ইসতেগফারগুলো পড়াই উত্তম।

তারাবি নামাজের মোনাজাত

তারাবির নামাজ শেষে মোনাজাতের একটি বিষয় রয়েছে আমাদের দেশের প্রায় প্রত্যেকটি মসজিদেই নামাজের শেষে মোনাজাত করা হয়ে থাকে তবে এটা নিয়ে ইসলামিক স্কলারদের ভিতরে কিছু মতবাদ রয়েছে তবে আমাদের দেশের বেশিরভাগ মসজিদগুলোতে মোনাজাতের এই দোয়াটি পড়া হয়ে থাকে- 

اَللَهُمَّ اِنَّا نَسْئَالُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ- بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَاجَبَّارُ يَاخَالِقُ يَابَارُّ اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ- بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ

আরবি উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনাননার। ইয়া খালিক্বাল জান্নাতি ওয়ান নার। বিরাহমাতিকা ইয়া আঝিঝু ইয়া গাফফার ইয়া কারিমু ইয়া সাত্তার ইয়া রাহিমু ইয়া ঝাব্বার ইয়া খালিকু ইয়া বার্রু আল্লাহুম্মা আঝিরনা মিনান নার ইয়া মুঝিরু ইয়া মুঝিরু ইয়া মুঝির বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

তারাবির নামাজ শেষে মোনাজাতের বিষয়টি নিয়ে অনেক মতবাদ থাকলেও এখন সেটি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে কারণ আপনি যদি মোনাজাত না করেন তবুও আপনার নামাজ হবে এবং আপনি যদি মোনাজাত করেন তাও নামাজ হবে এটা নিয়ে অনেক মতবাদ থাকলেও আপনি যে ইসলামিক স্কলারকে মেনে চলেন তানিম আপনি নামাজটি পড়তে পারেন তবে মোনাজাত করা না করা সেটি আপনার বিষয়।

আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে তারাবির নামাজ পড়ার নিয়ম জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের আর্টিকেলে সে সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আপনি ইসলামে ধনী হওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই পৌষ্টের মাধ্যমে…

Leave a Comment