গরু দিয়ে আকিকা দেওয়ার নিয়ম এবং ইসলামে আকিকার নিয়ম

আমাদের দেশে গরু দিয়ে অধিকাংশ কুরবানি করা হয়ে থাকে। যেকোনো অনুষ্ঠানে কিংবা মাহফিলে গরু জবাই করা হয়ে থাকে। তাই অনেকেই তাদের সন্তান এর আকিকা করার জন্য গরু কুরবানি করতে চান। প্রত্যেকটি মুসলমানের জন্য আকিকা করা সুন্নত এবং এই আকিকা করলে মহান আল্লাহ পাক যেমন সন্তুষ্ট হন তেমনি ভাবে সেই সন্তানের জীবনে কল্যাণ নেমে আসে। তাছাড়া আপনারা যারা জানতে চান আকিকা কেমন সুন্নত তাদেরকে বলব যে এটি হলো সুন্নতে মুয়াক্কাদা।  গরু দিয়ে আকিকা করলে সেটি শরিয়া সম্মত হবে কি না এটি নিয়ে অনেকের মতভেদ রয়েছে।

গরু দিয়ে আক্বীক্বা দেওয়া যাবে কিনা 

আকিকার নিয়ম মূলত দুম্বা, ছাগল বা খাসি দিয়ে দেওয়া। ইজতেহাদ করে বিশেষজ্ঞ ফকীহগণ বড় পশুর ভাগ দিয়েও আকিকা করা যায় বলে মত প্রকাশ করেছেন। যার ওপর উম্মতের আমলও পাওয়া যায়। তবে, খাসী দিয়ে দিতে পারলে কেউ গরু দিয়ে না দেওয়াই উত্তম। কেননা, গরু দিয়ে আকিকা দেওয়া স্বাভাবিক বিধান নয়।  

আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল দিয়ে আকিকা দিয়েছেন। ছেলে শিশুর জন্য দুইটি ছাগল এবং মেয়ে শিশুর জন্য একটি ছাগল যদি আপনারা দেন এবং এটা যদি সাত দিনের ভিতরে দিতে পারেন তাহলে আপনারা এই সুন্নত পালন করতে পারবেন। একটি পশু দিয়ে একাধিক শিশুর আকিকা করা জায়েজ নয়। একটি পশু কুরবানি করে একাধিক বাচ্চার আকিকা করার কোনো নিয়ম শরিয়ায় নেই। কুরবানিতে যেমন কয়েকজন মিলে একটি পশু ক্রয় করে করা যায়, আকিকায় তেমন করে একটি পশু দিয়ে কয়েকটি শিশুর আকিকা করার কোনো নিয়ম নেই।

আকিকা দেওয়ার নিয়ম

সন্তান জন্মের ৭ দিন পর সন্তানের মঙ্গল কামনা করে সন্তানের পিতা-মাতা হালাল পশু কুরবানি করে  সন্তানের ইসলামিক নাম রাখে এবং মাথার চুল মুণ্ডন করাই হচ্ছে আকিকা। আকিকা একটি আরবি শব্দ। এই আকিকার অর্থ যদি আমরা বাংলাতে জানতে চাই তাহলে বলবো যে এটার অর্থ হল কেটে দেওয়া। উম্মে কুরয ও আবু কুরয থেকে বর্ণিত আছে, তারা বলেন,

نَذَرَتِ امْرَأَةٌ مِنْ آلِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ إِنْ وَلَدَتِ امْرَأَةُ عَبْدِ الرَّحْمَنِ نَحَرْنَا جَزُورًا، فَقَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: لَا بَلِ السُّنَّةُ أَفْضَلُ عَنِ الْغُلَامِ شَاتَانِ مُكَافِئَتَانِ، وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ.

আবদুর রহমান ইবনে আবু বকর এর বংশের এক মহিলা এই বলেছিলেন যে, আবদুর রহমানের স্ত্রী সন্তান প্রসব করলে আমরা একটি উট যবাই করব। তখন আয়েশা (রা.) বললেন, না; বরং সুন্নাহর অনুসরণ উত্তম। ছেলের জন্য উপযুক্ত দুটি ছাগল আর মেয়ের জন্য একটি ছাগল।’ [মুসতাদরাকে হাকেম, হাদিস: ৭৬৬৯]

এই সুন্নত আপনাকে পালন করতে হবে। তাই অভিভাবকের সামর্থ্য অনুযায়ী আপনারা যদি সন্তান জন্মগ্রহণ এর সাত দিনের ভেতরে আকিকা করেন অথবা সাত দিনের মাথায় আকিকা করেন তাহলে সেটা হবে সবচাইতে ভালো। কুরবানি এবং আকিকা একসাথে একটি পশু দিয়ে করার কোনো নিয়ম নেই। অনেকেই বলে থাকেন যে, কুরবানির পশু দিয়ে আকিকা করা যাবে। কিন্তু, কুরবানি হচ্ছে একটি আলাদা বিষয় এবং আকিকা আরেকটি বিষয়।

একটি গরুতে একাধিক আকিকা শরিক হতে পারবে না। কারণ নবী করিম (সা.) আকিকা শেয়ারিংয়ের কথা কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটি যদি কেহ বলে থাকেন তাহলে এটি পুরোপুরি ইস্তেহাদি বিষয়। নবী করিম (সা.) এটি নির্দিষ্ট করে দিয়েছেন, ছেলে হলে দুটি এবং মেয়ে হলে একটি ছগল দিতে হবে। নবী করিম (সা.) যেটি নির্দিষ্ট করে দিয়েছেন সেটা নিজেদের গবেষণার মাধ্যমে এটাকে পরিবর্তন করার বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। অথবা সাহাবিদের আমল দ্বারাও এটি সাব্যস্ত হয়নি।   

আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে অনলাইনে গরু দিয়ে আকিকা দেওয়ার নিয়ম জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের আর্টিকেলে সে সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আপনি যাকাত হিসাব করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই পৌষ্টের মাধ্যমে…

Leave a Comment