বগলের কালো দাগ দূর করার ৫টি ঘরোয়া উপায়

আমাদের বগলের কালো ছোপ পড়ে যায় বগলের কালো দাগ একটি বিরক্তিকর লাগে।  মুখের ত্বকের জন্য আমরা কতো কিছুই না করে থাকি। কিন্তু বগলের কালো দাগ দূর করতে খুব একটা মাথা ঘামানো না। আমাদের শরীরের মৃত কোষ জমে, রেজার দিয়ে লোম কাটলে, ডিওডোরেন্ট ব্যবহারসহ ডায়াবেটিসের কারণেও বগলে কালো দাগ পড়তে পারে।  তাই বদলে কালো দাগের জন্য স্লিভলেস পরতে পারবেন না, এরকম ভাবার কোনও কারণ নেই।  কিছু ঘরোয়া উপায় মেনে চললে এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারবেন-

লেবুর রস; লেবুর রস একটি খুবই উপকারী পদ্ধতি।  অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর লেবু নাছোড় দাগ সরাতে দারুণ কাজে আসে।  শেভিংয়ের পর বগলের কালো দাগ দূর করতে প্রতি দিন স্নানের সময় পাতিলেবু লাগান।  লেবু ন্যাচারাল বা প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে। গোসলের পর ত্বক নরম করার জন্য ময়েশ্চারাইজিং ক্রিম লাগান । আরও ভাল ফল পেতে লেবুর সঙ্গে চিনি মিশিয়ে চিনি গলে না যাওয়া অবধি লাগান আলতো করে ঘষতে থাকুন। সপ্তাহে অন্তত তিনদিন এই মিশ্রণ বগলে লাগাতে পারলে ফল পাবেন হাতেনাতে।

আলুর রস; আলুর রসে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট যা কালো দাগ দূর করে ত্বককে করে আরও ফর্সা ও দাগহীন। দাগছোপ দূর করার পাশাপাশি শরীরের যে কোনও অংশের চুলকানির সমস্যা দূর করতেও আলুর রস বেশ উপকারী। আলু পাতলা করে কেটে আন্ডার আর্ম বা বাহুর নিচে ঘষতে পারেন বা আলুর রস বের করেও লাগাতে পারেন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। একইভাবে শশা ব্যবহার করতে পারেন। শেভিংয়ের পরে তো বটেই, নিয়ম করে সপ্তাহে তিন দিন এই রস লাগান বগলে। কালো দাগ গায়েব হবে সহজেই।

অলিভ অয়েল; প্রাচীন যুগ থেকেই মহিলাদের বিউটি রুটিনে অলিভ অয়েল ব্যবহার হয়ে এসেছে। অলিভ অয়েলের সঙ্গে কিছুটা ব্রাউন সুগার মেশান।  সপ্তাহে তিন দিন এই মিশ্রণ বগলে লাগালে সহজেই মুক্তি পাবেন দাগছোপের সমস্যা থেকে। নিয়মিত এভাবে ত্বকের যত্ন নিলে কালো দাগ শিগগিরই হালকা হতে শুরু করবে।

বেকিং সোডা; বগলের কালো দাগ হওয়ার মূল কারণ হল বিভিন্ন হেয়ার রিমুভার ক্রিম। বেকিং সোডা পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট আকারে বানিয়ে সেই পেস্ট আন্ডার আর্মসে ব্যবহার করলেও কালো দাগ দূর হয়। এছাড়াও এক চামচ বেকিং সোডা নিয়ে তাতে গোলাপ জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। দাগছোপ দূর করতে, মিশ্রণটি সপ্তাহে দু’ থকে তিন বার বগলে লাগাতে পারেন।

নারিকেল তেলের; নারিকেল তেলের ভিটামিন ই উপাদান আপনার আন্ডার আর্মসের কালো দাগ তুলতে সাহায্য করে। নারকেল তেল ত্বকের জন্য খুব খুব ভালো। এর মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। যা আপনার ত্বককে ভালো রাখে। এই তেল কালো দাগের জায়গায় ম্যাসাজ করে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ২বার ব্যবহার করতেই হবে।

এক চিমটি জাফরান ২ চামচ দুধে অথবা ক্রীমে মিশিয়ে শোবার সময় আন্ডার আর্ম বা বাহুর নিচে লাগান। তারপর ধুয়ে ফেলুন। ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন। প্রাকৃতিক উপাদান ব্যবহার করে শরীরের গন্ধ কিছুদিনের জন্য দূর করুন। বেকিং সোডা অল্প পানিতে দিয়ে আন্ডার আর্ম বা বাহুর নিচটা ধুয়ে ফেলুন।  শেভিংয়ের পর অ্যাপেল সিড ভিনেগার তুলোয় দিয়ে মিনিট দশেক বগলে মাখিয়ে রাখুন। সপ্তাহে অন্তত ৩-৪ দিন এইভাবে অ্যাপেল সিড ভিনেগার বগলের কালচে হয়ে যাওয়া ত্বকে লাগালে সহজেই দাগ দূর হয়ে যাবে। প্রতিদিন স্নানের সময় পাতিলেবুর রস শেভিংয়ের জায়গায় অথবা বগলের কালচে হয়ে যাওয়া ত্বকে লাগান। সহজেই ত্বকের কালচে দাগ গায়েব হয়ে যাবে।

আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে বগলের কালো দাগ দূর করার উপায়  জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের আর্টিকেলে সে সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন।আপনি শিশুর ত্বক ফর্সা করার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই পৌষ্টের মাধ্যমে…..

Leave a Comment