কি ছাড়া জীবন মূল্যহীন এবং অর্থহীন জীবনের মূল্য

প্রতিটা প্রানীর জীবন মূল্যবান।” আর আমরা মানুষ সুতরাং আমাদের জীবন মূল্যহীন হবে কি করে! আমাদের প্রত্যেকেরই জীবন মূল্যবান। তবে কিছূ কিছূ ক্ষেত্রে আমাদের জীবন মূল্যহীন আমরা নিজেরাই মনে করি। তবে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো করলে মানুষ ভাবে যে অমুকের জীবনটা মূল্যবান এবং নিজে নিজেও ভাবা হয় আমার জীবন টা মূল্যবান হয়ে গিয়েছে পাশাপাশি মনে উত্ফুল্ল জাগে । একরকম প্রশান্তি পাওয়া যায় ।

জীবন খুব ছোট না আবার খুব বেশি বড় ও না।জীবন আমাদেরকে জয়ী করার চাইতেও পরাজিত করে বেশি।প্রতিটা পরাজয় মধ্যে আমাদের মধ্যে তৈরি করে দেয় নতুন জীবনবোধ,জেদ,অভিজ্ঞতা। আজ আমি বিস্তারিত ভাবে আলোচনা করবো কি ছাড়া জীবন মূল্যহীন। যাতে করে আপনি খুব সহজে বুঝতে পারেন জীবনটা কিভাবে মূল্যবান হয় এমন জীবনটা কিভাবে অমূল্যবান হয়। চলুন আলোচনা শুরু করা যাক।

জীবনের কি কোন মূল্য আছে

জীবন খুব ছোট না আবার খুব বেশি বড় ও না।জীবন আমাদেরকে জয়ী করার চাইতেও পরাজিত করে বেশি।প্রতিটা পরাজয় মধ্যে আমাদের মধ্যে তৈরি করে দেয় নতুন জীবনবোধ জেদ অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা,নতুন কিছু জয় করার জন্য অনেক বেশি পরাজিত হওয়ার দরকার আছে।ধাক্কা খাওয়ার দরকার আছে।  সাধারণত আপনি যখন কোন একটা কর্মের সঙ্গে জড়িত রয়েছেন তখন সেই কর্মে আপনার অবশ্যই লক্ষ্য থাকা উচিত। সাধারণত একজন নেশা করার কাছে যেমন নেশাদ্রব্য বস্তু ছাড়া সেগুলো ব্যতীত অন্য কিছু মূল্যহীন তেমনি একজন ব্যবসায়ের কাছে তার ব্যবসায়ের সফলতায় সকল কিছু। 

সাহায্য এবং সহযোগিতা করা

যে সমস্ত লোকেরা অভাবগ্রস্ত তাদের সেবা করা এবং তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করা। আর এমন এমন কাজ করা যে কাজ করার দ্বারা মানুষের উপকার পায়। আমাদের খেয়াল রাখতে হবে এই বিষয়ের প্রতি। কারন প্রতিটা ধর্মেই মানুষকে ভালোকাজের প্রতি আদেশ আর মন্দ কাজের প্রতি নিষেধ করেছেন। আর আপনি যদি ধর্মীয় রীতিনীতি মেনে চলেন তাহলে আপনি ভালো কাজ গুলো করতে পারবেন আর মন্দ কাজ থেকে বেঁচে থাকতে পারবেন। তখন আপনার জীবন আর মূল্যহীন মনে হবে না। কারণ ভালোকাজই মানব মনে প্রশান্তির সৃষ্টি করে। 

সম্পর্ক স্থাপন করা

ছোট থেকে বড় সবার সাথে ভালো ব্যবহার করা। তাদেরকে কোন কষ্ট না দেওয়া। তাদেরকে ভালোবাসা দেওয়া। এই কাজগুলো করার দাঁড়াও আপনার জীবন টা মূল্যবান হয়ে যাবে। মনের মধ্যে প্রশান্তি লাভ করবেন। যদি কোন ব্যক্তি মনে করে যে তার জীবন মূল্যহীন বা তার মনে হচ্ছে সে মূল্যহীন জীবন যাপন করছে। তাহলে তার জীবন কি হওয়া উচিত সে সম্পর্কে খুব আলাদা দৃষ্টিভঙ্গি তার রয়েছে। এমন একটি কাজ করতে চেয়েছিল যাতে সে সফল হয়নি। তাই সে তার জীবনকে মূল্যহীন ভাবতে শুরু করেছে। 

সফলতা এবং ব্যর্থতার

সফলতা এবং ব্যর্থতার যেমন মুদ্রার এপিঠ এবং ওপিঠ তেমনি ভাবে আপনারা ব্যর্থতা কেউ মেনে নিতে হবে এবং ব্যর্থতার মধ্য দিয়ে নিজেদের জীবনকে সুখী করে তুলতে হবে। কোন একটা বিষয় নিয়ে আপনার জীবনে যদি গভীর দুঃখ বোধ থেকে থাকে তাহলে মনে হবে আপনার জীবনের কোন দাম নেই এবং আপনার হয়তো কোন খান থেকে সম্মান পাওয়া হচ্ছে না। মা-বাবার সাথে ভালো ব্যবহার করা। তাদেরকে ভালোবাসা। যদি আপনি মা বাবার সাথে ভালো ব্যবহার না করেন তাহলে কেমন যেন আপনার জীবনটা মূল্যহীন হয়ে যাবে । অশান্তিবোধ কাজ করবে। অতএব তাদেরকে ভালোবাসা দিয়ে আপনার জীবনটা মূল্যবান করেন তুলুন।আশা বুঝতে পারছেন কি ছাড়া জীবন চলে না ।

ইসলামিক বিধি-বিধান ঠিকমতো পালন করা

জীবনটা মূল্যবান হয়ে যাবে তখন যখন আপনি ইসলামী বিধি-বিধান ঠিকমতো পালন করবেন। অর্থাৎ আল্লাহর যে সমস্ত বিষয় নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা এবং যে সমস্ত বিষয়ে আদেশ করেছেন সেগুলো কে পালন করা। এ সমস্ত জিনিষ করার দ্বারা মনে প্রশান্তি জাগবে। আপনার জীবন টা মূল্যবান হয়ে যাবে। আশা বুঝতে পারছেন জীবন কি ছাড়া মূল্যহীন ।

জীবনের টাকার মূল্য

আপনার সমাজে বাঁচতে গেলে সঠিক ভাবে জীবন যাপন করতে গেলে টাকার প্রয়োজন রয়েছে। তবে এতে করে যে আপনার জীবনের মূল্য খুব বৃদ্ধি পেয়ে যাবে এমনটি কিন্তু নয়। টাকা কখনো একটি মানুষের মূল্য বৃদ্ধি করে না। বরং টাকা একটি মানুষ থেকে অন্য একটি মানুষের প্রতি হিংসা বাড়ায়। সামাজিক দূরত্ব, বন্ধুত্ব সবকিছু নষ্ট করে। টাকা আপনার জীবনের মূল্য বৃদ্ধি করবে না কিন্তু যদি আপনি হালাল উপায়ে টাকা অর্জন করেন তাহলে সেই টাকাও আপনার মানসিক শান্তির কারণ হয়ে দাঁড়াবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।

আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে কি ছাড়া জীবন মূল্যহীন  জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের আর্টিকেলে সে সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আপনি রাশিফল জানার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই পৌষ্টের মাধ্যমে…..

Leave a Comment